Indian Football Team

ভারতীয় দলে প্রত্যাবর্তন সন্দেশের, দুই প্রধানের ৮ জন ফুটবলার, জায়গা হল না সাহাল, শুভাশিসের

গত এশিয়ান কাপে সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন সন্দেশ। তার পর থেকে মাঠের বাইরে ছিলেন অভিজ্ঞ ফুটবলার। মালয়েশিয়ার বিরুদ্ধে প্রাথমিক দলে তাঁকে রেখেছেন মার্কেজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:১০
Share:

সন্দেশ ঝিঙ্ঘন। ছবি: এক্স (টুইটার)।

আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ভারত। হায়দরাবাদে হওয়ার কথা ম্যাচটি। ফিফা অনুমোদিত এই ম্যাচের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কেজ। হাঁটুর চোট সারিয়ে দলে ফিরলেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। কলকাতার দুই প্রধানের আট জন ফুটবলার রয়েছেন। ঘোষিত দলে নতুন মুখ এক জন।

Advertisement

প্রাথমিক দলে তেমন কোনও চমক নেই। জাতীয় দলে প্রথম বার ডাক পেলেন চেন্নাইয়িন এফসির প্রতিভাবান ফরোয়ার্ড ইরফান ইয়াদওয়াদ। বাকিরা সকলে ডাক পেয়েছেন প্রত্যাশা মতোই। দলে জায়গা হয়নি মহেশ সিংহ, সাহাল আবদুল সামাদ, শুভাশিস বসুর।

মার্কেজ প্রাথমিক দলে তিন জন গোলরক্ষককে রেখেছেন। তাঁরা হলেন অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু এবং বিশাল কাইথ। ১১ জন ডিফেন্ডার আছেন প্রাথমিক দলে। নাম রয়েছে আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসান সিংহ, মিংথানমাওয়াইয়া রালতে, মেহতাব সিংহ, রাহুল ভেকে, রোশন সিংহ এবং সন্দেশ। আট জন মিডফিল্ডারের নাম রয়েছে মার্কেজের প্রাথমিক দলে। তাঁরা হলেন অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকসন সিংহ, জিতিন এমএস, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, সুরেশ সিংহ, ভিবিন মোহানন। প্রাথমিক দলে ছ’জন স্ট্রাইকারকে রেখেছেন ভারতীয় দলের কোচ। তাঁরা হলেন লালরিনডিকা, ইরফান, ফারুখ চৌধুরি, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, মনবীর সিংহ এবং বিক্রম প্রতাপ সিংহ।

Advertisement

এশিয়ান কাপে সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন সন্দেশ। তার পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। এশিয়ান কাপের বাকি ম্যাচগুলির পাশাপাশি আইএসএলেও খেলতে পারেননি। সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরলেন অভিজ্ঞ ডিফেন্ডার। সন্দেশ ফেরায় ভারতীয় দলের রক্ষণ মজবুত হবে।

(ভ্রম সংশোধন: এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় দুই প্রধানের ফুটবলারের সংখ্যা ভুলবশত সাত প্রকাশিত হয়েছিল। দুই প্রধানের ফুটবলারের সংখ্যা হবে আট। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement