SC East Bengal

SC East Bengal: হাসপাতালে হীরা

মার্কাসের গোলে জয় মহমেডানের: আই লিগে দ্বিতীয় ম্যাচেও জিতল কলকাতার দল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার রাতে কল্যাণী স্টেডিয়ামে তারা আইজল এফসিকে হারাল ২-০। প্রথমার্ধে ২৬ ও ৩৪ মিনিটে মহমেডানের হয়ে গোল করেন মার্কাস জোসেফ। অন্য খেলায়, শ্রীনিধি ফুটবল ক্লাব ৩-১ হারিয়েছে ট্রাউ এফসিকে। গোলশূন্য শেষ হয় নেরোকা বনাম গোকুলম ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ০৯:০৫
Share:

হীরা মণ্ডল। —ফাইল চিত্র।

অষ্টম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের ধারাবাহিক ব্যর্থতায় একমাত্র হীরা মণ্ডলই ছিলেন উজ্জ্বল। কিন্তু নাকের হাড় ভেঙে যাওয়ায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ না খেলেই বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরতে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকালে হীরা ভর্তি হয়েছেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। শনিবার অস্ত্রোপচার হওয়ার কথা তাঁর। রক্ষণের অন্যতম ভরসা হীরা ছিটকে যাওয়ায় সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা বাড়ছে কোচ মারিয়ো রিভেরার।

Advertisement

হাসপাতালের বিছানায় শুয়েই আনন্দবাজারকে হতাশ হীরা বললেন, ‘‘চিকিৎসকরা বলেছেন, আমার নাকের হাড় ভেঙে বাঁ দিকে সরে গিয়েছে। অস্ত্রোপচার না করালে ভবিষ্যতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হবে। তাই আর আপত্তি করিনি।’’

গোয়ায় যখন হীরা-হীন রক্ষণ নিয়ে কী ভাবে সুনীলকে আটকানো যাবে তার মহড়ায় ব্যস্ত মারিয়ো, কলকাতায় তখন ইস্টবেঙ্গল কর্তারা প্রস্তুতি নিচ্ছেন ঢাকা যাওয়ার। বাংলাদেশের সংস্থার সঙ্গে গাঁটছড়া প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের ভিসাও পেয়ে গিয়েছেন তাঁরা। এখন অপেক্ষা শুধু বৈঠকের দিন চূড়ান্ত হওয়ার।

Advertisement

মার্কাসের গোলে জয় মহমেডানের: আই লিগে দ্বিতীয় ম্যাচেও জিতল কলকাতার দল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার রাতে কল্যাণী স্টেডিয়ামে তারা আইজল এফসিকে হারাল ২-০। প্রথমার্ধে ২৬ ও ৩৪ মিনিটে মহমেডানের হয়ে গোল করেন মার্কাস জোসেফ। অন্য খেলায়, শ্রীনিধি ফুটবল ক্লাব ৩-১ হারিয়েছে ট্রাউ এফসিকে। গোলশূন্য শেষ হয় নেরোকা বনাম গোকুলম ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement