SC East Bengal

ISL 2021-22: আমরাই ভাল খেলেছি, জেতা উচিত ছিল, ম্যাচ হেরে সাফাই ইস্টবেঙ্গল কোচের

লিগের আর চারটি ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। প্রথম চারে থাকার আশা খুব কম হলেও বাকি ম্যাচগুলি জিততে চান রিভেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৬
Share:

লিগের বাকি ম্যাচগুলি জিততে চান রিভেরা। ফাইল চিত্র

ওড়িশা এফসি-র বিরুদ্ধে হারতে হয়েছে দলকে। গোল করলেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে। তার পরেও দলের খেলায় খুশি এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা। তাঁর মতে, ছেলেরা যে ভাবে খেলেছে তাতে তাঁদেরই জেতা উচিত ছিল।

Advertisement

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রিভেরা বলেন, ‘‘আমার মনে হয় ম্যাচটা আমরা জিততে পারতাম। আমরা ওদের থেকে ভাল খেলেছি। বেশি সুযোগও পেয়েছি। কিন্তু গোল করতে পারিনি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে।’’

প্রথম এগারোতে অরিন্দম ভট্টাচার্য্যর জায়গায় শঙ্কর রায়কে খেলানো নিয়ে রিভেরা জানান, দুটো ম্যাচের মধ্যে দিনের ব্যবধান কম থাকায় সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। তাঁর দলে সবাই খেলার জন্য তৈরি বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ। বাঙালি ফুটবলার হীরা মণ্ডলের প্রশাংসাও শোনা গিয়েছে স্প্যানিশ কোচের গলায়। যে ভাবে হীরা রক্ষণের সঙ্গে সঙ্গে আক্রমণেও যোগ দিয়েছেন তাতে খুশি তিনি।

Advertisement

আইএসএল-এর আর চারটি ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। প্রথম চারে থাকার আশা খুব কম হলেও বাকি ম্যাচগুলিতে জিততে চান রিভেরা। তিনি বলেন, ‘‘পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। সে ভাবেই পরিকল্পনা করব। বাকি ম্যাচগুলি জিততে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement