এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা। ছবি: টুইটার থেকে
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হেরে আরও মুহ্যমান লাল-হলুদ শিবির। এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরার কাছে এখন বড় পরীক্ষা দলকে উজ্জীবিত করা। আগামী সব ম্যাচ জিততে চাইছেন তিনি।
কলকাতা ডার্বিতে এগিয়ে গিয়েও ১-৩ গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে। রিভেরা বলেন, “আমরা পেশাদার। একটা ম্যাচের শেষ হলে পরের ম্যাচের জন্য তৈরি হতে হবেই। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব।” তবে রিভেরা মেনে নিচ্ছেন হারতে থাকা ইস্টবেঙ্গলকে উজ্জীবিত করা কঠিন হবে। তিনি বলেন, “জেতার পরে একটা দলকে উজ্জীবিত করা সোজা।”
পরের ম্যাচগুলিতে রিভেরা ভরসা রাখছেন না অ্যান্তোনিয়ো পেরোসেভিচ এবং মার্সেলো রিবেইরোর উপর। লাল-হলুদ কোচ বলেন, “মরসুমের শুরু থেকে এই জুটিকে খেললে ভাল হত। শুরু থেকে খেললে আইএসএল-এর সেরা স্ট্রাইকার জুটি হতে পারত। মার্সেলোর ইংরাজি বুঝতে একটু অসুবিধা হয়। মানিয়ে নিতে সময় লাগবে। এই সময়ে আর ওদের সেরাটা দেখতে পাব বলে মনে হয় না।”
পরের সবক’টি ম্যাচ জিততে চাইছেন রিভেরা। কিন্তু ছন্দে নেই গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। রিভেরা বলেন, “দল লিগ টেবলে সবার নীচে থাকলে গোলরক্ষকের দিকেই সবাই আঙুল তোলে, এটাই স্বাভাবিক। তবে শুধু গোলরক্ষক বা রক্ষণভাগ বা আক্রমণভাগের জন্য দল হারে না বা তাদের কারও একার জন্য দল জেতেও না। জয়ের ক্ষেত্রেও যেমন পুরো দলের কৃতিত্ব, হারের ক্ষেত্রেও দায় গোটা দলেরই।”