সন্তোষজয়ী বাংলা দলের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।
গত বছরের শেষ দিন হায়দরাবাদে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। তার আট দিন পরে, অর্থাৎ বুধবার সরকারি চাকরি পেয়ে গেলেন দলের ফুটবলারেরা। বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার হয়ে খেলা ফুটবলারদের বেশির ভাগই ছোটখাটো ক্লাবে খেলেন। বেতন মোটেই আহামরি নয়। অনেকের ক্লাবও নেই। তাই সন্তোষ জিতে রাজ্যে ফেরার পরেই বাংলার ফুটবলারদের মুখে শোনা গিয়েছিল একটাই কথা, ‘চাকরি চাই’। সেই দাবি শুনেছে রাজ্য সরকার।
গত শনিবার আইএফএ-র দফতরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করেন ফুটবলারেরা। তার পরে বুধবারই চাকরি পেয়ে গেলেন প্রত্যেকে। সকলকেই পুলিশের এএসআই পদে চাকরি দেওয়া হয়েছে। চাকরির পাশাপাশি খেলাও চালিয়ে যেতে পারবেন তাঁরা। উল্লেখ্য, বাংলার হয়ে জেতার পরেই মহমেডানে সই করেছেন রবি হাঁসদা।
বুধবারের অনুষ্ঠানে বাংলার প্রায় সব ফুটবলারই উপস্থিত ছিলেন। কোচ সঞ্জয় সেন ছাড়াও অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্রেরা মঞ্চে ছিলেন। সন্তোষ ট্রফিও মুখ্যমন্ত্রীর সামনে রাখা হয়। অনুষ্ঠানের শেষের দিকে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ছেলেরা কিছু দিন আগেই সন্তোষ ট্রফি জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আমরা আজ সকলের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছি। কোচ সঞ্জয় সেন, আইএফএ, বাংলার ক্লাব সবাইকে অভিনন্দন।”