২০১৮ সালের সন্তোষ ট্রফিতে কেরলের বিরুদ্ধে বাংলার ম্যাচের একটি মুহূর্ত। ফাইল চিত্র।
সন্তোষ ট্রফিতে রবিবার যাত্রা শুরু করছে বাংলা দল। কল্যাণী স্টেডিয়ামে পূর্বাঞ্চলীয় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে প্রিয়ন্ত সিংহদের প্রতিপক্ষ ছত্তীসগঢ়। সন্তোষ ট্রফির জন্য দীর্ঘ দিন ধরেই প্রস্তুতি নিয়েছে বাংলা। কোচ রঞ্জন ভট্টাচার্য বললেন, ‘‘আমাদের পাখির চোখ সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া। রবিবার ছত্তীসগঢ়কে হারিয়ে যাত্রা শুরু করতে মরিয়া হয়ে রয়েছে ছেলেরা।’’ প্রতিপক্ষ হিসাবে ছত্তীসগঢ় কতটা শক্তিশালী? বাংলার কোচের কথায়, ‘‘ছত্তীসগঢ়ের অধিকাংশ ফুটবলারই ভিনরাজ্যের। ওদের কোচও বাঙালি। শুধু তাই নয়, বাংলারও বেশ কয়েক জন ফুটবলার রয়েছে। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমাদের জিততে সমস্যা হবে না বলেই ধারণা।’’
সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে বাংলা খেলবে সিকিমের বিরুদ্ধে ২৫ নভেম্বর। চ্যাম্পিয়ন দল পরের পর্বে যোগ্যতা অর্জন করবে। এ দিকে, শনিবার মেয়েদের সিনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের বাংলা দলও ঘোষণা করা হয়।
এই প্রতিবেদনটি ভুল ছবি-সহ প্রথমে প্রকাশিত হয়েছিল ক্রিকেট বিভাগে। এই গুরুতর ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।