ম্যান ইউয়ের নতুন কোচ রুবেন আমোরিম। ছবি: সমাজমাধ্যম।
এরিক টেন হ্যাগ জমানার অবসান হয়েছে কিছু দিন আগেই। তাঁর উত্তরসূরি পেয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন কোচ হিসাবে নিয়োগ করা হল পর্তুগালের রুবেন আমোরিমকে। শুক্রবার ক্লাবের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে কাজে যোগ দেবেন তিনি। রেড ম্যাঞ্চেস্টারের হারানো সম্মান ফেরানোই আসল লক্ষ্য। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সির রং লাল বলে সমর্থকেরা আদর করে ক্লাবকে রেড ম্যাঞ্চেস্টারও বলে থাকেন।
আগামী তিন বছরের জন্য কোচ করা হয়েছে আমোরিমকে। আরও এক বছর তা বাড়ানো হতে পারে। গত সাড়ে চার বছর পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের দায়িত্বে ছিলেন আমোরিম। এ দিন ম্যান ইউ বিবৃতিতে লিখেছে, “ইউরোপীয় ফুটবলে অন্যতম উত্তেজক এবং অভিজ্ঞ কোচেদের একজন হল রুবেন। খেলোয়াড় এবং কোচ হিসাবে ওঁর অনেক সাফল্য রয়েছে। স্পোর্টিং সিপি-র হয়ে দু’বার প্রিমিয়ার লিগ জিতেছেন। রুবেন যোগ না দেওয়া পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন রুদ ফান নিস্তেলরুই।”
৩৯ বছর বয়সি আমোরিম দলকে ৩-৪-৩ ছকে খেলাতে অভ্যস্ত। বলের নিয়ন্ত্রণ রেখে আগ্রাসী ফুটবল খেলানোই তাঁর দর্শন। ২০২১ এবং ২০২৪ সালে স্পোর্টিংকে ঘরোয়া লিগ জিতিয়েছেন। এ বারও তারাই শীর্ষে।
স্পোর্টিং থেকে আমোরিমকে ভাঙিয়ে আনতে ম্যান ইউয়ের খরচ হচ্ছে ১০০ কোটি। তিনি ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হতে চলেছেন। ইপিএলে আমোরিমের প্রথম ম্যাচ হবে ২৪ নভেম্বর, ইপ্সউইচ টাউনের বিরুদ্ধে। ঘরের মাঠে প্রথম বার খেলাবেন ২৮ নভেম্বর, ইউরোপা লিগের ম্যাচে নরওয়ের দল বোডো গ্লিমটের বিরুদ্ধে।