Cristiano Ronaldo

Manchester United: থাকতে চান ম্যান ইউয়ে, জিতে ইঙ্গিত রোনাল্ডোর

গণমাধ্যমে রোনাল্ডো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, ম্যান ইউয়ের জার্সিতে তিনি ‘এখনও শেষ হননি’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ০৮:২৫
Share:

উল্লাস: ম্যান ইউয়ের দ্বিতীয় গোল করে রোনাল্ডো। ছবি: রয়টার্স

আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ। মরসুম শেষে দায়িত্ব ছেড়ে অস্ট্রিয়ায় পাড়ি দেবেন অন্তর্বর্তীকালীন ম্যানেজার রালফ রাংনিক। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ তুলে নেবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব। এই পর্যন্ত ঠিক রয়েছে। কিন্তু সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে এই মরসুমের ইপিএলের শেষ ম্যাচে ম্যান ইউ ৩-০ হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। কিন্তু জয়ের পরেও রয়ে গেল একটিই মূল্যবান প্রশ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি পরের মরসুমেও দেখা যাবে ম্যান ইউ-এর জার্সিতেই?

Advertisement

গণমাধ্যমে রোনাল্ডো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, ম্যান ইউয়ের জার্সিতে তিনি ‘এখনও শেষ হননি’। সোমবার গণমাধ্যমে গ্যালারির দিকে তাকিয়ে হাত তুলে থাকার ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, “আবারও গ্যালারি থেকে দারুণ একটা সমর্থন পেলাম। ওল্ড ট্র্যাফোর্ডে মরসুমের শেষ ম্যাচ জিতলাম অসাধারণ সমর্থকদের উপস্থিতিতে।” তিনি আরও লিখেছেন, “জানি, অত্যন্ত কঠিন একটা মরসুম শেষ করতে চলেছি, কিন্তু আপনাদের সমর্থনে কোনও কার্পণ্য ছিল না। আপনাদের সমর্থন আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। নিজেদের আরও উন্নত করে তোলার শক্তি অর্জন করি এই সমর্থনে ভর করেই। হৃদয়ে থাকবে ম্যান ইউ।” এ দিকে, ম্যাচের ন’মিনিটে গোল করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফের্নান্দেস। ৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ৭২ মিনিটে তৃতীয় গোল রাফায়েল ভারানের। ৩৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে ম্যান ইউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement