অভিযোগ ওঠে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভাল সম্পর্ক অ্যাব্রামোভিচের। সেই কারণে ব্রিটেনে নিষিদ্ধ করে দেওয়া হয় তাঁকে। সেখানকার ক্লাব ছাড়তে হওয়ায় নতুন ক্লাবের খোঁজে অ্যাব্রামোভিচ। সেই কারণেই ভ্যালেন্সিয়ার দিকে তাঁর নজর রয়েছে বলে শোনা যাচ্ছে।
—ফাইল চিত্র
চেলসি দলের মালিকানা এখনও রয়েছে রোমান অ্যাব্রামোভিচের হাতে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবকে এখনও বিক্রি করেননি তিনি। কিন্তু স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া কিনতে আগ্রহী রাশিয়ার এই ধনকুবের।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরই অ্যাব্রামোভিচ চেলসি বিক্রি করে দেওয়ার কথা বলেছিলেন। এখনও পর্যন্ত বিক্রি করতে না পারলেও সেই ক্লাবের থেকে লাভের অংশ পান না অ্যাব্রামোভিচ। ব্রিটেনে তাঁর অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত কাগজপত্র জমা দেওয়ার কথা। ভ্যালেন্সিয়ার প্রাক্তন সহ-সভাপতি মিগুয়েল জোরিয়ো দাবি করেছেন, ফুটবল বিশ্বে থাকার চেষ্টা করছেন অ্যাব্রামোভিচ, সেই জন্য স্পেনের দিকে নজর তাঁর।
অভিযোগ ওঠে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভাল সম্পর্ক অ্যাব্রামোভিচের। সেই কারণে ব্রিটেনে নিষিদ্ধ করে দেওয়া হয় তাঁকে। সেখানকার ক্লাব ছাড়তে হওয়ায় নতুন ক্লাবের খোঁজে অ্যাব্রামোভিচ। সেই কারণেই ভ্যালেন্সিয়ার দিকে তাঁর নজর রয়েছে বলে শোনা যাচ্ছে।