Bayern Munich

Bayern Munich: বায়ার্নের সাত গোল, ছুটছে রিয়াল

রবিবার ম্যাচের চার মিনিটে প্রথম গোল লেরয় সানের। ব্যবধান বাড়ান ম্যাথাইস ডি লাইট, কিংসলে কোমান, সের্জে ন্যাব্রি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ০৯:১৮
Share:

সাত গোল বায়ার্নের। ছবি সংগৃহীত।

বুন্দেশলিগা

Advertisement

বোখুম ০ বায়ার্ন মিউনিখ ৭

লা লিগা

Advertisement

সেল্টা ভিগো ১ রিয়াল মাদ্রিদ ৪

রবার্ট লেয়নডস্কির অভাব ভুলেই গিয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার বুন্দেশলিগায় গোলের ঝড় তুলল গতবারের চ্যাম্পিয়নরা। বোখুমকে উড়িয়ে দিল ৭-০ গোলে। লিভারপুল ছেড়ে বায়ার্নে যাওয়া সেনাগালের স্ট্রাইকার সাদিয়ো মানে পেলেন জোড়া গোল। যিনি ম্যাচের পরে বলেছেন, “বায়ার্নের জার্সিতে ফুটবল দারুণ উপভোগ করছি।”

রবিবার ম্যাচের চার মিনিটে প্রথম গোল লেরয় সানের। ব্যবধান বাড়ান ম্যাথাইস ডি লাইট, কিংসলে কোমান, সের্জে ন্যাব্রি। মানের দুটি গোল ৪২ এবং ৬০ মিনিটে। বোখুমের ক্রিশ্চিয়ান গাম্বোয়া আত্মঘাতী গোল করেন।

এ দিকে. লা লিগায় চলছে রিয়াল মাদ্রিদের শাসন। শনিবার তারা সেল্টা ভিগোকে হারিয়েছে ৪-১ গোলে। দলকে দুর্দান্ত ভাবে চালনা করলেন ৩৬ বছরের লুকা মদ্রিচ। নিজে একটি গোল করেন, গোলের বল তৈরি করে দেন ভিনিসিয়াস জুনিয়রকে। বাকি দুটি গোল করিম বেঞ্জেমা এবংফেদেরিকো ভালভার্দের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement