Cristiano Ronaldo

বিতর্কিত পেনাল্টিতে হার রোনাল্ডোদের

জ়ুরিখে প্রিমিয়ার লিগের অন্য ক্লাব আর্সেনাল শুরু করল জয় দিয়ে। তাদের খেলা ছিল এফসি জ়ুরিখের সঙ্গে। গানার্স জিতেছে ২-১ গোলে। ১৬ মিনিটেই তাদের এগিয়ে দেন ব্রাজিলীয় তরুণ মারকুইনহোস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ০৮:২৩
Share:

ছন্দপতন: গোল এল না। জয়ও। হতাশ রোনাল্ডো। রয়টার্স

ইউরোপা লিগ

Advertisement

রিয়াল সোসিদাদ ১ ম্যান ইউ ০

এফসি জ়ুরিখ ১ আর্সেনাল ২

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চার ম্যাচে জিতে ছন্দে ফিরেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ইউরোপা লিগে আবার রেড ডেভিলস হোঁচট খেল বৃহস্পতিবার। প্রথম ম্যাচে তারা বিতর্কিত গোলে ০-১ হেরে গেল স্পেনের ক্লাব রিয়াল সোসিদাদের কাছে। হারল নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলেও। ৫৯ মিনিটে সোসিদাদ একমাত্র গোল করে বিতর্কিত পেনাল্টিতে। গোলদাতা ব্রেস মেনদেজ়।

একই রাতে জ়ুরিখে প্রিমিয়ার লিগের অন্য ক্লাব আর্সেনাল শুরু করল জয় দিয়ে। তাদের খেলা ছিল এফসি জ়ুরিখের সঙ্গে। গানার্স জিতেছে ২-১ গোলে। ১৬ মিনিটেই তাদের এগিয়ে দেন ব্রাজিলীয় তরুণ মারকুইনহোস। ৪৪ মিনিটে পেনাল্টিতে সমতা ফেরান মিকলিন্দ ক্রেইজ়িউ। আর্সেনালের জয়ের গোল এডি নেকেতিয়ার ৬২ মিনিটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement