real madrid

Real Madrid: সামনে একা রোনাল্ডো, রিয়ালের হয়ে সব চেয়ে বেশি গোল করার তালিকায় রাউলকে ছুঁলেন বেঞ্জেমা

লেভান্তের বিরুদ্ধে দ্বিতীয় গোল করতেই রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোলের তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন বেঞ্জেমা। ফ্রান্সের এই তারকা ২০০৯ সাল থেকে স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেন। ১৩ বছর ধরে রিয়ালের হয়ে খেলছেন বেঞ্জেমা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৯:০০
Share:

—ফাইল চিত্র

রিয়াল মাদ্রিদের হয়ে সব চেয়ে বেশি গোলের মালিক হতে পারবেন করিম বেঞ্জেমা? সেই দিকেই এগচ্ছেন তিনি। সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪৫১টি গোল রয়েছে তাঁর দখলে। বেঞ্জেমা করলেন ৩২৩টি গোল। রাউলের সঙ্গে একই সংখ্যক গোল রয়েছে তাঁর দখলে।

লেভান্তের বিরুদ্ধে দ্বিতীয় গোল করতেই রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোলের তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন বেঞ্জেমা। ফ্রান্সের এই তারকা ২০০৯ সাল থেকে স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেন। ১৩ বছর ধরে রিয়ালের হয়ে খেলছেন বেঞ্জেমা।

Advertisement

এই মরসুমে বেঞ্জেমা ৪৪টি গোল করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। লা লিগাও জিতে গিয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে তারা। সেমিফাইনেলে বেঞ্জেমাই জয়সূচক গোলটি করেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। ফাইনালে রিয়াল খেলবে লিভারপুলের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement