Lionel Messi

Lionel Messi: সুস্থ মেসির প্রত্যাবর্তন প্যারিসে

গত রবিবারই পিএসজি-র চার ফুটবলারের করোনা পরীক্ষার ফল ‘পজ়িটিভ’ আসে। তাঁদের মধ্যে মেসি ছিলেন এক জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ০৫:৩৫
Share:

ফাইল চিত্র।

লিয়োনেল মেসির কোভিড রিপোর্ট ‘নেগেটিভ’ চলে এল। আর্জেন্টিনার রোসারিয়ো থেকে তিনি প্যারিসেও ফিরে এসেছেন। দ্রুতই প্যারিস সাঁ জারমাঁয় সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তিনি। তাঁর নতুন ক্লাব প্যারিস সাঁ জারমাঁ জানাচ্ছে, খুব শীঘ্রই অনুশীলনে দেখা যাবে তাদের মহাতারকাকে।

Advertisement

গত রবিবারই পিএসজি-র চার ফুটবলারের করোনা পরীক্ষার ফল ‘পজ়িটিভ’ আসে। তাঁদের মধ্যে মেসি ছিলেন এক জন। যদিও বছরের শেষ এবং নতুন বছরের উৎসব তিনি করেছিলেন নিজের দেশ আর্জেন্টিনায়। রোসারিয়োতে তাঁকে সস্ত্রীক পার্টি করতেও দেখা গিয়েছে। সোমবার ফরাসি কাপে পিএসজি-র ম্যাচে নামতে পারেননি মেসি।

চলতি মরসুমেই কুড়ি বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবে সই করেছেন তিনি। এই প্রথম বার্সেলোনা ছাড়া অন্য কোনও ক্লাবে খেলছেন আর্জেন্টিনীয় ফুটবলার। এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজি-র হয়ে ১৬ ম্যাচে ৬টি গোল করেছেন তিনি। তবে ফরাসি লিগে ১১ ম্যাচে পেয়েছেন মাত্র একটি গোল। ফরাসি লিগে এক নম্বরেই রয়েছে পিএসজি। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের।

Advertisement

দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে মেসিরা। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘মেসির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement