PSG

Cristiano Ronaldo: মেসির পাশে খেলা হচ্ছে না, রোনাল্ডোকে সই করানোয় আগ্রহ নেই আইফেল টাওয়ারের শহরের ক্লাবের

গত মরসুমেই জুভেন্টাস ছেড়ে ৩৭ বছর বয়সি পর্তুগাল অধিনায়ক ম্যান ইউয়ে ফিরেছিলেন। ৩৮ ম্যাচে তিনি ২৪টি গোল করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ০৫:৫৪
Share:

ফাইল চিত্র।

চেলসির ম্যানেজার টমাস টুহল কয়েক দিন আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন। এ বার প্যারিস সাঁ জারমাঁও জানাল, সি আর সেভেনকে নিতে তারা আগ্রহী নয়। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র) ত্রয়ীর উপরেই আস্থা রাখছে ফরাসি ক্লাব।

Advertisement

ইংল্যান্ডের সংবাদমাধ্যম সম্প্রতি দাবি করে, বার্ষিক বোনাস পাওয়ার পরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেন রোনাল্ডো। গত মরসুমেই জুভেন্টাস ছেড়ে ৩৭ বছর বয়সি পর্তুগাল অধিনায়ক ম্যান ইউয়ে ফিরেছিলেন। ৩৮ ম্যাচে তিনি ২৪টি গোল করেন। কিন্তু ইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করে ম্যান ইউ। ব্যর্থ হয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতেও। তাই আরও এক মরসুম চুক্তি থাকা সত্ত্বেও ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন সি আর সেভেন। যোগ দেননি অনুশীলনেও। এমনকি, ম্যান ইউয়ের হয়ে প্রাক-মরসুম সফরেও যাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement