EPL

Premier League 2022-23: আবার কবে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? ইপিএলের সূচি ঘোষিত

প্রিমিয়ার লিগের আগামী মরসুমের সূচি প্রকাশিত। ৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। প্রথম দিনই খেলতে নামছে প্রতিযোগিতার ২০টি দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৬:২৭
Share:

প্রিমিয়ার লিগে কবে খেলতে নামবেন রোনাল্ডোরা ফাইল চিত্র

২০২২-২৩ সালের প্রিমিয়ার লিগের সূচি প্রকাশিত। ৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। প্রথম দিন খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রাইটনের বিরুদ্ধে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।

Advertisement

প্রতিযোগিতার প্রথম দিনই মাঠে নামছে ২০টি দল। ক্রিস্টাল প্যালেস ও আর্সেনালের মধ্যে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম ম্যাচ ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে খেলতে হবে আর্সেনালকে। গত মরসুমের চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। গত মরসুমের রানার আপ লিভারপুল ফুলহ্যামের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে।

গত মরসুমের পরে ক্লাবের মালিকানা বদল হয়েছে চেলসির। এভারটনের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। টটেনহ্যাম হটস্পারের ঘরের মাঠে তাদের মুখোমুখি হবে সাউদাম্পটন। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামবে লেস্টার সিটি। লিডস ইউনাইটেড ঘরের মাঠে খেলতে নামবে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে। অ্যাস্টন ভিলা অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বোর্নমাউথের। ২৩ বছর পরে প্রিমিয়ার লিগে ফিরেছে নটিংহ্যাম ফরেস্ট। নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে তারা।

Advertisement

২০২৩ সালের ২৮ মে শেষ হবে প্রিমিয়ার লিগের মরসুম। চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ। তাই ১২ নভেম্বরের পর থেকে প্রিমিয়ার লিগে বিরতি থাকবে। বিশ্বকাপ শেষ হওয়ার পরে ২৬ ডিসেম্বর থেকে ফের শুরু হবে খেলা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement