Nuno Reis

রোনাল্ডোর দেশের ডিফেন্ডার মহমেডানে

পর্তুগালের ডিফেন্সিভ মিডফিল্ডার নুনো রেইসকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের সূত্র মারফৎ জানা গিয়েছে, তাঁর সঙ্গে ইতিমধ‌্যেই চুক্তি হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪
Share:

পর্তুগালের ডিফেন্সিভ মিডফিল্ডার নুনো রেইস। ছবি: সংগৃহীত।

আইএসএল অভিযান শুরুর আগেই পেশির চোটে ছিটকে গিয়েছেন আব্দুল কাদিরি। তাঁর পরিবর্ত হিসেবে পর্তুগালের ডিফেন্সিভ মিডফিল্ডার নুনো রেইসকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের সূত্র মারফৎ জানা গিয়েছে, তাঁর সঙ্গে ইতিমধ‌্যেই চুক্তি হয়ে গিয়েছে। এমনকি ভিসার প্রক্রিয়া ঠিক সময়ে শেষ হলে ১৬ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মহমেডানের প্রথম ম‌্যাচের আগেই শহরে চলে আসতে পারেন নুনো।

Advertisement

প্রসঙ্গত মোহনবাগান সুপার জায়ান্টের বিশ্বকাপার জেমি ম‌্যাকলারেনের সঙ্গেও ‘এ’ লিগে মেলবোর্ন সিটিতে খেলেছেন তিনি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও নুনো খেলতে পারেন রাইট ব‌্যাক এবং সেন্টার ব‌্যাকে। পর্তুগালের স্পোর্টিং লিসবনের যুব দল থেকে উত্থান তাঁর, ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে যে ক্লাবে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে নুনোকে নিয়ে আগ্রহ বাড়ছে সাদা-কালো সমর্থকদের মধ‌্যে।

এ দিকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সে ব‌্যারাকপুরে মহমেডান বনাম ভবানীপুরের ম‌্যাচটি বুধবার বৃষ্টিতে পরিত‌্যক্ত হয়ে যায়। এক ঘণ্টা পরেও মাঠের চার দিকের কর্নার ফ্ল‌্যাগের কাছে জল জমে থাকায় ম‌্যাচ কমিশনার খেলা পরিত‌্যক্ত করার সিদ্ধান্ত নেন। আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার নৈহাটিতে বাকি সময়ের ম‌্যাচটি আয়োজিত হবে।

Advertisement

অবনমন পর্বের ম‌্যাচে আর্মি রেড ৩-১ হারিয়েছে ইস্টার্ন রেলকে। কালীঘাট এমএস ও পুলিশ এসির বিরুদ্ধে ম‌্যাচটি গোলশূন‌্য ড্র হয়েছে। টালিগঞ্জ অগ্রগামী দল তুলে নেওয়ায় তারা সরাসরি অবনমিত হয়ে প্রথম ডিভিশনে নেমে গিয়েছে। ফলে তাদের ম্যাচগুলির পয়েন্ট বিপক্ষ দল পাবে।

বৃহস্পতিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন: মহমেডান বনাম ভবানীপুর, (দুপুর ৩.০০, নৈহাটি)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement