UEFA Euro 2024

রোনাল্ডোদের হারে লজ্জা পাচ্ছেন না কোচ, পর্তুগালের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় মার্তিনেস

পর্তুগালের কোচ মার্তিনেস এখন ভুলত্রুটি নিয়ে ভাবতে চাইছেন না। দলের খেলায় তিনি সন্তুষ্ট। তাঁর মতে, গর্ব করার মতোই খেলেছেন রোনাল্ডোরা। পর্তুগাল ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ১৩:২৬
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে রোবের্তো মার্তিনেস। ছবি: এক্স (টুইটার)।

ফ্রান্সের কাছে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠতে না পারলেও হতাশ নন কোচ রোবের্তো মার্তিনেস। তাঁর কাছে এই বিদায় গর্বের। তাঁর আশ্বাস, আরও শক্তিশালী হয়ে ফিরবে পর্তুগাল।

Advertisement

ফ্রান্স-পর্তুগাল কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত গোল করতে পারেনি কোনও দল। টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে রোনাল্ডোদের। হারের পর পর্তুগাল কোচ বলেছেন, ‘‘আমরা সমর্থকদের জন্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমরা হারলেও এই বিদায় গর্বের। আমরা নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করেছি।’’

অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে এ বারের ইউরো কাপের দলে তৈরি করেছিলেন মার্তিনেস। তরুণ ফুটবলারদের নিয়ে আশাবাদী তিনি। বলেছেন, ‘‘এই অভিজ্ঞতা ছেলেদের গড়ে উঠতে সাহায্য করবে। এই সুযোগ ওদের ব্যক্তিত্ব গড়ে তুলবে। আমরা ফাইনাল থার্ডে বেশ কয়েক বার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পেরেছি। ছেলেরা সমানে সমানে লড়াই করেছে। এই পারফরম্যান্স আমাদের গর্বের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করবে।’’

Advertisement

রোনাল্ডোর পাশাপাশি পর্তুগালের আর এক ফুটবলার ৪১ বছরের পেপের অবসর নিয়েও জল্পনা শুরু হয়েছে। ফ্রান্সের কাছে হারের পর কেঁদে ফেলেছিলেন তিনি। মার্তিনেস বলেছেন, ‘‘পেপে একজন যোদ্ধা। ফ্রান্সের বিরুদ্ধে এবং গোটা প্রতিযোগিতায় ওর পারফরম্যান্স দৃষ্টান্ত। আমরা দল হিসাবে হেরে গিয়েছি। দল নিয়েই ভাবছি। ব্যক্তিবিশেষ নিয়ে কথা বলার সময় এখন নয়। কেউ নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা কোথাও বলেনি।’’

মার্তিনেস বিশ্বাস করেন তাঁর দলের চ্যাম্পিয়ন হওয়ার মতো ক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, ‘‘ফ্রান্সের বিরুদ্ধে জিততে পারলে যোগ্য দল হিসাবেই জিততাম আমরা। খুব ভাল ম্যাচ হয়েছে। সকলে দুর্দান্ত খেলেছে। কী কী ভুল হয়েছে, সেগুলি নিয়ে ভাবার সঠিক সময় এটা নয়। এই মুহূর্তে শুধু একটা খামতির কথাই বলতে পারি। আমরা প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারিনি।’’

পর্তুগাল কোচ এখনই ইউরো কাপে দলের পারফরম্যান্সের কাটাছেঁড়া করতে রাজি নন। ভুলত্রুটি নিয়েও ভাবতে চাইছেন না। পরে দল এবং ফুটবলারদের পারফরম্যান্স খতিয়ে দেখবেন। যদিও তিনি সামগ্রিক ভাবে ফুটবলারদের খেলায় সন্তুষ্ট। ফ্রান্সের কাছে টাইব্রেকারে হারকে ব্যর্থতা হিসাবে চিহ্নিত করতে রাজি নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement