Diamond Harbour

Calcutta Football league: কলকাতা ফুটবল লিগে খেলবে মতুয়াদের ক্লাব, উন্মোচন হল জার্সি

এ বার কলকাতা লিগের প্রথম ডিভিশনে প্রথম বার খেলবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলও। বেশ কিছু নতুন দলকে নিয়ে হবে এ বারের কলকাতা লিগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ২২:৪০
Share:

—নিজস্ব চিত্র

এ বার কলকাতা ফুটবল লিগে আত্মপ্রকাশ করতে চলেছে মতুয়া সম্প্রদায়। গত বছর আইএফএ অনুমোদিত প্রথম ডিভিশন ক্লাব মিলন বীথির সঙ্গে গাঁটছড়া বাঁধে মতুয়া। গত বছর প্রিমিয়ার ডিভিশন ছাড়া আর কোনও লিগ না হওয়ায় গড়ের মাঠে খেলা হয়নি। তবে এই বছর সব ডিভিশনের লিগ হতে চলেছে।

Advertisement

শুক্রবার ঠাকুরনগরে ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের এক অনুষ্ঠানে মতুয়া মিলন বীথির জার্সি উন্মোচন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। তিনিই মতুয়া মিলন বীথির জার্সি উন্মোচন করেন। উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর।

এ বার কলকাতা লিগের প্রথম ডিভিশনে প্রথম বার খেলবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলও। বেশ কিছু নতুন দলকে নিয়ে হবে এ বারের কলকাতা লিগ। নতুন ফুটবলারদেরও খেলতে দেখা যাবে। বাংলায় আরও কিছু প্রতিভাবান ফুটবলার উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement