Mohun Bagan Super Giant

আর তিন বছর মোহনবাগানে থাকছেন অভিষেক সূর্যবংশী, চুক্তি সই তরুণ মিডফিল্ডারের

অভিষেকের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন হাবাস। তাই মরসুম শেষ হওয়ার পর তরুণ মিডফিল্ডারকে ধরে রাখতে উদ্যোগী হন মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ১৬:১৭
Share:

মোহনবাগান ক্লাব। — ফাইল চিত্র।

আরও তিন বছরের জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অভিষেক সূর্যবংশী। ২০২৬-২৭ মরসুম পর্যন্ত সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ২৩ বছরের মিডফিল্ডার। আন্তোনিয়ো লোপেজ হাবাস কোচ হওয়ার পর থেকে দলের হয়ে নিয়মিত খেলেছেন মহারাষ্ট্রের ফুটবলার।

Advertisement

গত আইএসএলে প্রথম ম্যাচে খেলার পর টানা ১০টি ম্যাচ খেলার সুযোগ পাননি অভিষেক। হাবাস কোচের দায়িত্ব নেওয়ার পর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে দলে ফিরিয়ে ছিলেন অভিষেককে। সব মিলিয়ে ১১টি ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন অভিষেক। পরিবর্ত হিসাবে খেলেন আরও চারটি ম্যাচ। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন মোহনবাগান কোচ। তাই তরুণ ফুটবলারকে হাতছাড়া করতে চাননি মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। মরসুম শেষ হওয়ার পর তাঁর সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথা শুরু হয়। শেষ পর্যন্ত মোহনবাগানের চুক্তিতে সই করলেন তিনি। সমাজমাধ্যমে অভিষেকের সঙ্গে চুক্তির কথা জানিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।

ঠান্ডা মাথার খেলোয়াড় হিসাবে পরিচিত অভিষেক। হাবাস অধিকাংশ ম্যাচে তাঁকে ব্যবহার করেছেন হোল্ডিং মিডফিল্ডার হিসাবে। মাঝমাঠের ফুটবলার হয়েও রক্ষণ সামলাতে পারেন। মোহনবাগানের লিগ শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অভিষেকের। যদিও কৌশলগত কারণে আইএসএল ফাইনালে তাঁকে খেলাননি হাবাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement