মহড়া: প্রস্তুতিতে জেমি ম্যাকলারেন। ছবি সৌজন্য: মোহনবাগান।
কাঁধের চোট অনেক দিন ধরে ভুগিয়েছে তাঁকে। তার পরে অবশ্য মাঠে নেমে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছেন। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মিনি ডার্বিতে গোল করে দলকে ভরসাও জুগিয়েছেন। মঙ্গলবার অনুশীলন শেষে যুবভারতী থেকে বেরনোর মুখে ভক্তদের গোলের আবদারে ইশারাতেই সেই আশ্বাস দিয়ে রাখলেন মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে তিনিও মরিয়া।
শারদোৎসব শেষ। প্রতীক্ষা আসন্ন ‘ডার্বি’ উৎসবের। তবে দু’দলের দিকে তাকালে স্পষ্ট দু’টি ভিন্ন ছবি ফুটে উঠবে। চার ম্যাচে দু’টি জয়, একটি ড্র ও একটি হার-সহ সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে মোহনবাগান। অন্য ক্ষেত্রে ইস্টবেঙ্গলের অবস্থা একেবারেই ভাল নয়। চার ম্যাচে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেননি নন্দ কুমাররা। তবে ডার্বির গুরুত্ব আলাদা। মোহনবাগান শিবিরের আবহটা ফুরফুরে হলেও অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে গ্রাস না করে, সে দিকেও কড়া নজর রয়েছে কোচ হোসে মলিনার। বিকেল সাড়ে চারটে থেকে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন মলিনা।
এ দিন অনুশীলনে আক্রমণ শানানোর উপরে বিশেষ জোর দেন কোচ মলিনা। সেখান থেকে সবচেয়ে বেশি বার গোল করেন ম্যাকলারেন ও গ্রেগ স্টুয়ার্ট। অর্থাৎ ইস্টবেঙ্গলের দুর্বলতম জায়গা, দুই সাইডব্যাকের প্রান্ত দিয়েই গোলমুখী পথ খুঁজে নিতে চান। কিন্তু আলবের্তো রদ্রিগেসকে নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। দলের ফিজ়িয়োর সঙ্গেই সময় কাটান তিনি। আরেক মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদকে অনেকটাই চনমনে লেগেছে। তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। ডার্বিতে হয়তো কিছু সময়ের জন্য তাঁকে মাঠে দেখা যেতে পারে।
সোমবার অনুপস্থিত ছিলেন শুভাশিস বসু ও আপুইয়া। এ দিন তাঁরা পুরো দলের সঙ্গেই প্রস্তুতি সারেন। একেবারে শেষে ফুটবলারদের দুই দলে ভাগ করে ম্যাচের পরিস্থিতি তৈরি করে অনুশীলন করান।
এ দিকে মঙ্গলবার মোহনবাগানকে বাদ দিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর বাকি সূচি ঘোষণা করা হয়। এমনকি সরকারি ওয়েবসাইটে যে পয়েন্ট তালিকা দেওয়া হয়েছে, সেখানেও মোহনবাগানের নাম নেই। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “আমরা এএফসি এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছি। সেই চিঠির উত্তর এলে প্রতিক্রিয়া দেব।” বুধবার সকাল থেকেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে আসন্ন ডার্বির অফলাইন টিকিট বিক্রি শুরু হবে।