মোহনবাগান ফুটবলারদের গোলের উল্লাস। ছবি: এক্স।
কলকাতা লিগে আবার আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ব্যারাকপুর স্টেডিয়ামে রেনবোর বিরুদ্ধে ২-২ ড্র করল সবুজ-মেরুন। মোহনবাগানের হয়ে দু’টি গোলই সুহেল ভাটের। অন্য দিকে, রেনবোর হয়ে গোল করেন সৌরভ দাশগুপ্ত এবং রাজন বর্মন।
আক্রমণাত্মক ভাবেই শুরু করেছিল মোহনবাগান। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল তারা। রেনবোর গোলকিপার শিল্টন পাল বেশ কয়েকটি সেভ করেন। ১৪ মিনিটে মোহনবাগান এগিয়ে যায়। ডান দিক থেকে টাইসন সিংহ বাঁ পায়ে ক্রস তুলেছিলেন। শিল্টন সেই বল ধরার আগেই মাথা ছুঁইয়ে গোল করেন সুহেল। তার পরে কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ধাঁচে ‘সি-উ-উ’ সেলিব্রেশন করেন তিনি।
২৬ মিনিটে আবার গোল করেন সুহেল। এ বার মাঝমাঠ থেকে ভাসানো বলে গোল হেডে গোল করেন। দুটো গোল করেও মোহনবাগান লড়াই ছাড়েনি। মনে হচ্ছিল তারা আরও গোলসংখ্যা বাড়াবে। কিন্তু ম্যাচে ফেরত আসে রেনবো। তিন মিনিটে দু’টি গোল শোধ করে দেয় তারা।
৪৪ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক থেকে বাঁকানো শটে গোল করেন সৌরভ। পরের মিনিটের বক্সের মধ্যে বিপক্ষের ফুটবলারকে ফেলে দেন সায়ন। পেনাল্টি থেকে গোল রাজনের। পরের দিকে লাল কার্ড দেখেন রেনবোর গোলকিপার শিল্টন।
এ দিকে, রবিবার ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে টালিগঞ্জকে সাত গোল দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামছে তারা। কোচ বিনো জর্জ বলেছেন, “প্রথম ম্যাচের পর বেশ কিছুটা সময় পেয়েছি। এ বার ঘরের মাঠে খেলা। আশা করি প্রচুর সমর্থক আমাদের সমর্থন করতে আসবেন। আমাদের দলে দ্বাদশ ব্যক্তি হিসাবে দেখতে চাই সমর্থকদের। জর্জ টেলিগ্রাফ ভাল দল। তা ছাড়া, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে কোনও দলই ভাল খেলতে চায়। আশা করি আমার ছেলেরা মাঠে নেমে নিজেদের কাজটা ঠিক করে করতে পারবে।”