Kalinga Super Cup

ডার্বিতে হারলেও দলের খেলায় খুশি মোহনবাগান কোচ, ফুটবলারদের দরাজ প্রশংসা মিরান্ডার গলায়

সুপার কাপের ডার্বিতে হেরেছে মোহনবাগান। প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে সবুজ-মেরুনকে। তার পরেও খুশি মোহনবাগান কোচ। ফুটবলারদের প্রশংসা করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২২:২৮
Share:

বল দখলের লড়াই। —ফাইল চিত্র

স্বপ্নভঙ্গ হয়েছে মোহনবাগানের। সুপার কাপের ডার্বিতে হারতে হয়েছে দলকে। প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে সবুজ-মেরুনকে। তার পরেও খুশি মোহনবাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা। দলের ফুটবলারদের প্রশংসা করলেন তিনি।

Advertisement

ম্যাচ শেষে মিরান্ডা জানান, দলের অনেক ফুটবলার অনভিজ্ঞ। ডার্বির মতো প্রতিযোগিতায় তাঁরা যা খেলেছেন তাতেই খুশি তিনি। মিরান্ডা বলেন, ‘‘আমার কোনও অভিযোগ নেই। আমি খুশি। দলের অনেক ফুটবলার তরুণ। ডার্বির চাপ ওদের পক্ষে সামলানো সহজ নয়। তার পরেও ওরা যা খেলেছে তাতে আমি খুশি। ওরা নিজেদের সবটা দিয়েছে। আমরা হেরেছি ঠিকই কিন্তু লড়াই করেছি। তাই আমার কোনও অভিযোগ নেই।’’

বিরতির আগে পেনাল্টি নষ্টের খেসারত দিতে হয়েছে মোহনবাগানকে। মিরান্ডার মুখেও এসেছে সেই কথা। তিনি বলেন, ‘‘আগের দুই ম্যাচে আমরা পিছিয়ে থেকে জিতেছিলাম। এই ম্যাচ এগিয়েছিলাম। গোল খাওয়ার পরে পরে আবার এগিয়ে যেতে পারতাম। কিন্তু পেনাল্টি নষ্ট হয়েছে। এটাই ফুটবল। আমরাও সুযোগ পেয়েছি। সেগুলো কাজে লাগাতে পারলে অন্য ফল হত।’’

Advertisement

ডার্বিতে হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে চান মিরান্ডা। তিনি বলেন, ‘‘এই ম্যাচে যে ভুল করেছি সেখান থেকে শিক্ষা নিতে চাই। ফিরে গিয়ে ফুটবলারদের সঙ্গে বসব। যে ভুল করেছি তা যাতে পরের ম্যাচে না হয় সেই চেষ্টা করব। এই সব ম্যাচ ফুটবলারদের উন্নতিতে সাহায্য করে।’’

সুপার কাপের পরেই মোহনবাগানের দায়িত্ব নেবেন আন্তোনিয়ো লোপেজ় হাবাস। সহকারীর ভূমিকায় দেখা যাবে মিরান্ডাকে। এর পরে আবার শুরু হবে আইএসএল। সেখানে আবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেখানে বাগান এই ম্যাচে হারের বদলা নিতে পারে কি না সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement