গোলের পর উল্লাস মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসুর। ছবি: এক্স।
আইএসএলে আবার জয়ে ফিরল মোহনবাগান। আগের ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ড্র করতে হয়েছিল তাদের। টানা পাঁচ ম্যাচ জেতার পরে আটকেছিল সবুজ-মেরুন। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারাল মোহনবাগান। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ হাসি হাসলেন সবুজ-মেরুন ফুটবলারেরা।
ঘরের মাঠে চার মিনিটের মাথায় এগিয়ে যায় নর্থইস্ট। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন ফাল্গুনী সিংহ। কিছু করার ছিল না গোলরক্ষর বিশাল কাইথের। থিতু হওয়ার আগেই পিছিয়ে পড়ে সবুজ-মেরুন। গোল করার পরে আরও আক্রমণাত্মক ফুটবল শুরু করে নর্থইস্ট। রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল বাগান। ১০ মিনিটের পর থেকে ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টা করে তারা।
১৪ মিনিটের মাথায় ভাগ্যের সাহায্য সমতা ফেরায় বাগান। নর্থইস্ট বক্সের বাইরে ফ্রি কিক পায় মোহনবাগান। লিস্টন কোলাসোর শট ঘুষি মেরে বার করার চেষ্টা করেন নর্থইস্ট গোলরক্ষক মিচু মিরশাদ। কিন্তু বল সরাসরি দীপক টাংরির মাথায় লেগে গোলে ঢুকে যায়। সমতা ফেরানোর পরে ধীরে ধীরে খেলার দখল নিয়ে নেয় বাগান। অনিরুদ্ধ থাপা, কিয়ান নাসিরিরা একের পর এক আক্রমণ করছিলেন। সুযোগ তৈরি করছিলেন জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা। তার ফলও মেলে। ২৮ মিনিটে এগিয়ে যায় বাগান। অনিরুদ্ধের ক্রস হেডে নামিয়ে দেন সাদিকু। সেই বলে পা ছুঁইয়ে গোল করেন কামিন্স। প্রথমার্ধের শেষ দিকে নর্থইস্ট কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে নর্থইস্ট। তারা আক্রমণ বেশি করছিল। কিন্তু কয়েক মিনিটের তফাতে দু’টি হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়তে হয় নর্থইস্টের তোন্দোম্বা সিংহকে। ১০ জনে হয়ে যাওয়ায় বড় ধাক্কা খায় নর্থইস্ট। ১১ জনের মোহনবাগান বাকি সময়ে একের পর এক আক্রমণ করে। সাদিকু, কামিংসেরা সহজ সুযোগ নষ্ট করেন।
৭১ মিনিটে খেলার ভাগ্য নিশ্চিত করে দেন শুভাশিস বসু। লিস্টনের থেকে বল পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে দলের তৃতীয় গোল করেন বাগান অধিনায়ক। ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ায় মনবীর সিংহ, দিমিত্রি পেত্রাতোসদের নামিয়ে দেখে নেন বাগান কোচ। তাঁরাও সহজ সুযোগ পেয়েছিলেন। অন্তত সাত থেকে আটটি গোল করতে পারত বাগান। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
এই জয়ের ফলে সাত ম্যাচে ১৯ পয়েন্ট মোহনবাগানের। পয়েন্ট তালিকায় গোয়া ও কেরলের পরে তৃতীয় স্থানে থাকলেও ম্যাচ কম খেলেছে তারা।