গত মরসুমে কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: এক্স।
প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিভাজন। গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গল আবার একই গ্রুপে রয়েছে। মোট ছ’টি গ্রুপ হয়েছে এ বার। ২৭ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হবে। এ বারও খেলবে দুই বিদেশি দল।
এ বারের প্রতিযোগিতায় রয়েছে ২৪টি দল। তাদের ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। তিনটি রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের প্রথম দুই দল এবং সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। এ বার নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং বাংলাদেশ আর্মি অংশ নিচ্ছে।
গত বারও একই গ্রুপে ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপের ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ হারিয়েছিল মোহনবাগানকে। সাড়ে চার বছর পর কলকাতা ডার্বি জিতেছিল তারা। ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রতিশোধ নেয় মোহনবাগান। এ বার দুই দলই নিজেদের শক্তি বাড়িয়েছে। ফলে একটা উপভোগ্য লড়াইয়ের সামনে ফুটবলপ্রেমীরা।
গ্রুপ এ: ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভারতীয় বিমানবাহিনী, ডাউনটাউন হিরোজ়।
গ্রুপ বি: বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী, ভারতীয় নৌবাহিনী, মহমেডান।
গ্রুপ সি: কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি, পঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স।
গ্রুপ ডি: জামশেদপুর, চেন্নাইয়িন, ভারতীয় সেনা, বাংলাদেশ সেনা।
গ্রুপ ই: ওড়িশা, নর্থইস্ট, বোড়োল্যান্ড, বিএসএফ।
গ্রুপ এফ: গোয়া, শিলং লাজং, হায়দরাবাদ, ত্রিভুবন আর্মি।