টক্কর: খিদিরপুরের কাছে এ ভাবেই আটকে গেল মহমেডান। ছবি: সুদীপ্ত ভৌমিক।
ঘরের মাঠে মহমেডান স্পোর্টিংয়ের শুরুটা একেবারেই ভাল হল না। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনে যে মহমেডান দল উয়াড়িকে ৬-০ উড়িয়ে দিয়েছিল, তার সঙ্গে সোমবারের দলের আকাশ-পাতাল পার্থক্য। খেলা শেষে সমর্থকদের হতাশাক্লিষ্ট মুখগুলোই বলে দিচ্ছিল, প্রিয় দলের খেলা একেবারেই তাদের মন ভরাতে পারেনি।
খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে ম্যাচ শেষ করলেন তন্ময় ঘোষরা। তবে ম্যাচের ফলাফল অন্য রকম হলেও অবাক হওয়ার কিছু থাকত না। সারা ম্যাচ জুড়ে খিদিরপুরের গোলরক্ষক কেভিনকে সেরকম বিপদের মুখে পড়তে হয়নি। তন্ময়, সজল বাগরা সুযোগ তৈরি করলেও বারবার বিপক্ষের রক্ষণব্যূহে আটকে গেলেন। শেষ দিকে খিদিরপুরের বেশ কয়েকটি নিশ্চিত গোলমুখী শট বাঁচান সাদা-কালো গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য।
লিগের অন্য ম্যাচে বিএসএস স্পোর্টিং ক্লাব ১-১ ড্র করেছে পাঠচক্রের বিরুদ্ধে। আর্মি রেড ২-১ হারিয়েছে মেসারাস ক্লাবকে। ইউনাইটেড স্পোর্টস ২-১ জিতেছে এরিয়ানের বিরুদ্ধে। সুরুচি সংঘ গোলশূন্য ড্র করেছে সাদার্ন সমিতির বিরুদ্ধে। কালীঘাট মিলন সংঘ ১-১ করেছে উয়াড়ির বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল, মহমেডানের পরে আজ, মঙ্গলবার, কলকাতার অন্য প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট লিগ অভিযান শুরু করছে। প্রতিপক্ষ ভবানীপুর এফসি। দলের প্রধান কোচ ডেগি কার্ডোজ়ো বলেন, “আমরা লিগের জন্য প্রস্তুত। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে দল তৈরি হয়েছে। ভাল ফলে মরিয়া।” প্রতিপক্ষ প্রসঙ্গে বলেন, “ভবানীপুর কঠিন প্রতিপক্ষ। হালকা ভাবে একেবারেই নিচ্ছি না। সেরাটা দিতে হবে।”
আজ কলকাতা লিগে: ভবানীপুর বনাম মোহনবাগান (দুপুর ৩.০০, ব্যারাকপুর স্টেডিয়াম)।