Lionel Messi

গ্যালারিতে মেসিদের জার্সি নিষিদ্ধ

শুক্রবার ভারতীয় সময় ভোর পাঁচটায় বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রস্তুতি নেমে পড়েছেন লিয়োনেল মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৭:৩২
Share:

মহড়া: আর্জেন্টিনার অনুশীলনের ফাঁকে মেসি। মঙ্গলবার। ছবি: এক্স।

ইন্টার মায়ামি ছেড়ে আবার দেশের জার্সিতে মাঠে নেমে পড়লেন লিয়োনেল মেসি। শুক্রবার ভারতীয় সময় ভোর পাঁচটায় বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রস্তুতি নেমে পড়েছেন তিনি।

Advertisement

তবে সেই ম্যাচের আগে প্যারাগুয়ে ফুটবল সংস্থা বিচিত্র নিষেধাজ্ঞা জারি করেছে। জানানো হয়েছে, মাঠে আর্জেন্টিনা দল এবং মেসির দশ নম্বর জার্সি পরা যাবে না। কিন্তু কেন এমন নিষেধাজ্ঞা, তা নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

প্যারাগুয়ে ফুটবল সংস্থার অন্যতম শীর্ষ কর্তা ফের্নান্দো ভিয়াসবোয়া বলেন, ‘‘আমরা স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে দলের জার্সি ছাড়া গ্যালারিতে অন্য দেশের জার্সি পরা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রতিপক্ষের জার্সি পরে যাঁরা আসবেন, তাঁরা থাকতে পারবেন না।’’

Advertisement

ওই শীর্ষ কর্তা আরও বলেছেন, ‘‘যে সব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলিক পরেও মাঠে আসার অনুমতি আমরা দেব না।’’ অনেকেই মনে করছেন, মেসি-কে ঘিরে উন্মাদনা থামাতেই হয়তো এমন নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement