ছেলের মৃত্যু নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। — প্রতীকী চিত্র।
এক কোটি টাকার লোভে নিজের ছেলের মৃত্যু হয়েছে বলে ভুয়ো দাবি করলেন বাবা! ঘটনাটি ঘটেছে দিল্লির নজফগড় এলাকায়। কয়েক মাস আগেই ছেলের নামে এক কোটি টাকার একটি জীবনবিমা কেনেন ওই ব্যক্তি। তার কয়েক মাস পরে বাবা-ছেলে মিলে একটি গাড়ি দুর্ঘটনার মিথ্যা গল্প ফাঁদেন। পরে তদন্তে উঠে আসে জীবনবিমার টাকা হাতানোর জন্যই ওই মিথ্যা গল্প ফেঁদেছিলেন তাঁরা। বাবা এবং ছেলে উভয়কেই আটক করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১ কোটি টাকার জীবনবিমা কেনার পরে গত ৫ মার্চ রাতে একটি দুর্ঘটনার ভুয়ো গল্প ফাঁদেন বাবা-ছেলে। এক আইনজীবীও এই কাজে তাঁদের সাহায্য করেছিলেন বলে সন্দেহ পুলিশের। ওই রাতে নজফগড়ের কাছে রাস্তায় ছেলে একটি পথ দুর্ঘটনার শিকার হয়েছে বলে দাবি করেন বাবা। তিনি জানান, ছেলের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে আরও বড় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু ওই দ্বিতীয় হাসপাতালে তাঁর ছেলেকে কোনওদিন ভর্তিই করা হয়নি। তারও কয়েক দিন পরে তিনি সবাইকে জানান, তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং শেষকৃত্যও সম্পন্ন হয়ে গিয়েছে। এমনকি ছেলের শ্রাদ্ধানুষ্ঠানও পালন করেন, যাতে কারও মনে কোনও সন্দেহ না-জাগে। এর পরে ছেলের জীবনবিমার টাকার জন্য আবেদন করেন তিনি।
পুলিশের নজরে বিষয়টি প্রথম আসে গত ১১ মার্চ। ওই দিন নজফগড় থানায় গিয়ে এক ব্যক্তি দাবি করেন, গত ৫ মার্চ একটি দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন ওই ব্যক্তি। সেই মতো পুলিশ ঘটনার অনুসন্ধান শুরু করে। তবে ওই রাতে দুর্ঘটনার কোনও প্রমাণ পুলিশ পায়নি। তাতে পুলিশের সন্দেহ বৃদ্ধি পায় এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকৃত ঘটনাটি উঠে আসে। ওই ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এক আইনজীবীর ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।