CFL 2024

ব্যারাকপুরে প্রবল বৃষ্টি, স্থগিত মহমেডান-ভবানীপুর সুপার সিক্সের ম্যাচ, বাকি খেলা হবে বৃহস্পতিবার

প্রথমার্ধের খেলা নির্বিঘ্নে হওয়ার পর প্রবল বৃষ্টি শুরু হয় ব্যারাকপুরে। মাঠের বিভিন্ন জায়গায় জল জমে যায়। কিছু ক্ষণ অপেক্ষা করার পরও খেলা শুরু করাতে পারেননি রেফারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯
Share:

মহমেডান-ভবানীপুর ম্যাচে বল দখলের লড়াই। ছবি: সংগৃহীত।

মহমেডানের সিনিয়র দল যখন আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত, তখন জুনিয়র দল নেমে পড়ল কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে। বুধবার ব্যারাকপুরে ভবানীপুরের মুখোমুখি হয়েছিল মহমেডান। প্রবল বৃষ্টির জন্য ম্যাচ স্থগিত করতে বাধ্য হন রেফারি।

Advertisement

মহমেডান-ভবানীপুর ম্যাচ শুরু হয়েছিল নির্বিঘ্নেই। প্রথমার্ধে দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও কোনও দলই গোল করতে পারেনি। এর পর শুরু হয় প্রবল বৃষ্টি। মাঠের বিভিন্ন অংশে জল জমে যায়। বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পরেও ম্যাচ শুরু করাতে পারেননি রেফারি। শেষ পর্যন্ত ম্যাচ স্থগিত করতে বাধ্য হন তিনি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় নৈহাটিতে মহমেডান-ভবানীপুর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা হবে। উল্লেখ্য, এর আগে লিগ পর্বেও মহমেডানের একটি ম্যাচ বৃষ্টির জন্য এক দিনে শেষ করা সম্ভব হয়নি।

গত তিন মরসুম টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান। যদিও এ বার তাদের অবস্থা খুব একটা ভাল নয়। গ্রুপ ‘এ’তে তৃতীয় হয়ে সুপার সিক্সে উঠেছে সাদা-কালো ব্রিগেড। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্য দিকে, গ্রুপ ‘বি’তে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে উঠেছে ভবানীপুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement