FA Community Shield 2024

মরসুমের প্রথম ট্রফি সাডেন ডেথে জিতল ম্যাঞ্চেস্টার সিটি, হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

কমিউনিটি শিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল সিটি। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল। টাইব্রেকারেও দুই দলকে আলাদা করা যায়নি সাডেনডেথে গিয়ে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ২১:৪৫
Share:

গোলের পর উচ্ছ্বাস বার্নার্ডো সিলভা। ছবি: রয়টার্স।

মরসুমের প্রথম ট্রফি জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। কমিউনিটি শিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল তারা। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল। টাইব্রেকারেও দুই দলকে আলাদা করা যায়নি সাডেনডেথে গিয়ে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement

প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। সুযোগ তৈরি করেও নষ্ট করেছে দুই ম্যাঞ্চেস্টার। দ্বিতীয়ার্ধে ফাঁকা গোলে বল ঢোকাতে ব্যর্থ হন ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড। ৮২ মিনিটের মাথায় যদিও তাঁর দলই এগিয়ে যায়। গোল করেন আলেহান্দ্রো গারনাচো। ব্রুনো ফার্নান্দেসের পাস খুঁজে নেয় তাঁকে। সেই বল বক্সের বাইরে থেকে ধরে বাঁ পায়ে জালে জড়িয়ে গারনাচো। এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

সেই লিড ধরে রাখতে পারেনি লাল ম্যাঞ্চেস্টার। মাত্র সাত মিনিটের মধ্যে গোল শোধ করে দেন বার্নার্ডো সিলভা। খেলা গড়ায় টাইব্রেকারে। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে নেওয়া সিলভার প্রথম পেনাল্টিটি আটকে দেন ইউনাইটেডের ওনানা। সেই সময় মনে করা হচ্ছিল হয়তো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জিতে যাবে। কিন্তু তাদের হয়ে চার নম্বরে টাইব্রেকার মারতে আসা স্যাঞ্চোর শট আটকে দেন এডেরসন।

Advertisement

খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জনি ইভান্স বল বাইরে মারেন। সিটির হয়ে আকাঞ্জি গোল করে দলকে জেতান। মরসুমের প্রথম ট্রফি জিতে নেয় ম্যঞ্চেস্টার সিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement