আবার ইংলিশ প্রিমিয়ার লিগে আবার শীর্ষে লিভারপুল। ছবি: এক্স (টুইটার)।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বর জায়গা ফিরে পেল লিভারপুল। বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে আবার এক নম্বরে উঠে এল তারা। ৭৭ দিন পর শীর্ষে উঠেও কয়েক ঘণ্টার বেশি জায়গা ধরে রাখতে পারল না ম্যাঞ্চেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে এ বার প্রত্যাশা মতো খেলতে পারছেন না বার্নলি। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় শেষ স্থানে রয়েছে তারা। তবু তাদের বিরুদ্ধে সহজে জয় আসেনি লিভারপুলের। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছিলেন বার্নলির ফুটবলারেরা। খেলার গতির বিপরীতে ৩১ মিনিটে প্রথম গোল পায় লিভারপুল। আলেক্সজান্ডার আরনল্ডের নেওয়া কর্নারে বার্নলির গোলরক্ষকের ভুলে বল পান দিয়েগো জোতা। হেড দিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে সমতা ফেরায় বার্নলি। ৪৫ মিনিটে দলের পক্ষে গোল করেন ডারা ওশিয়া। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ অবস্থায়।
বিরতির পর ৫২ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জোতা। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে লিভারপুল ফুটবলারেরা। একাধিক সহজ গোলের সুযোগও নষ্ট করেন তাঁরা। তার মধ্যে একাই দু’টি সুযোগ নষ্ট করেন ফোফানা। ৭৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন নুনিনেজ।
আগের ম্যাচে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে লিভারপুলের পয়েন্টের ব্যবধান কমে যায়। সেই হারের রেশ শনিবারের ম্যাচের প্রথমার্ধেও দেখতে পাওয়া গিয়েছে য়ুর্গেন ক্লপের দলে। লিভারপুলের সংগ্রহ এখন ৫৪ পয়েন্ট। ২ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।