এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র
বাংলাদেশ থেকে রওনা হয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। সোমবার বিকালেই কলকাতায় পা রাখার কথা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। মঙ্গলবার বিকালে মার্তিনেস যাবেন মোহনবাগান মাঠে। সেখানে তাঁর সামনে প্রদর্শনী ম্যাচ খেলবে মোহনবাগান অলস্টার্স ও কলকাতা পুলিশ অলস্টার্স। সেই ম্যাচে সবুজ-মেরুনের জার্সি গায়ে মাঠে নামবেন কারা?
মোহনবাগানের দলে দেখা যাবে প্রাক্তন বাগান ফুটবলারদের। ১৮ জনের তালিকা জানিয়ে দিয়েছে সবুজ-মেরুন। দলে রয়েছেন— হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, রিয়াজুল মুস্তাফা, বিশ্বনাথ মণ্ডল, বাসুদেব মণ্ডল, অমিত দাস, ডেনসন দেবদাস, সঞ্জয় মাঝি, অলোক দাস, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী, দেবজিৎ ঘোষ ও হাবিবুর রহমান মণ্ডল। দলের কোচ মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়। ম্যানেজার স্বপন বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতায় আসার পরে কোথাও যাওয়ার নেই মার্তিনেসের। কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিশ্রাম নেবেন তিনি। পর দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ব্যস্ততা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্পনসরদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। তার নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা।’ সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্য কাহিনি জানাবেন মেসিদের দলের গোলরক্ষক। মিলনমেলার সেই অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেসকে সংবর্ধনা দেবেন তাঁরা।
এর পরে বিকেলের দিকে মোহনবাগান তাঁবুতে যাবেন মার্তিনেস। মোহনবাগানের তরফে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। থাকছে চমক। ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে মার্তিনেসের হাতে। এই ঘোষণা আগে করা হয়নি। এর পর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই নতুন করে ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্তিনেস। এ ছাড়া মোহনবাগানে ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্তিনেস।