Lionel Messi

ক্রমশ সমর্থকদের চক্ষুশূল হচ্ছেন মেসি, ঘরের মাঠে দ্বিতীয় হার পিএসজির

নতুন বছরে প্রত্যাশিত ছন্দে দেখা যাচ্ছে না পিএসজিকে। পাঁচটি ম্যাচে হারলেন মেসিরা। তার মধ্যে দু’টি ঘরের মাঠে। লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও কমছে ব্যবধান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৪:১৫
Share:

দল হারতেই পিএসজি সমর্থকদের বিদ্রুপের মুখে পড়লেন মেসি। ছবি: টুইটার।

মাঠে ছিলেন লিয়োনেল মেসি। তাও ঘরের মাঠে হেরে গেল প্যারিস সঁ জরমঁ। রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিয়ঁর কাছে ০-১ ব্যবধানে হারল পিএসজি। এই নিয়ে চলতি মরসুমে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ হারলেন মেসিরা।

Advertisement

সপ্তাহ দুয়েক আগে ঘরের মাঠে রেনেসের কাছে ০-২ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা। তার পর রবিবার আবার ঘরের মাঠে হারলেন তাঁরা। লিগ ওয়ানের পঞ্চম ম্যাচ হারলেন মেসিরা। পাঁচটি ম্যাচেই তাঁরা হেরেছেন নতুন বছরে। লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পিএসজি পয়েন্টের পার্থক্য কমে হয়েছে ছয়।

পর পর হারে পিএসজি সমর্থকরা হতাশ সমর্থকরা। খেলার পর মেসিকে তাঁদের বিদ্রুপের মুখে পড়তে হল। যদিও ম্যাচের শুরুতে পরিবেশ ছিল অন্য রকম। স্টেডিয়ামে দু’দলের প্রথম একাদশের ফুটবলারদের নাম ঘোষণার সময় এই দর্শকরাই মেসির নাম ধরে চিৎকার করছিলেন। আগামী জুন মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ক্লাবের সঙ্গে এখনও নতুন চুক্তি সই করেননি মেসি। তাই সমর্থকরা তাঁর নামে চিৎকার করে তাঁকে থেকে যাওয়ার অনুরোধ করছিলেন। পরে হতাশায় বদলে যায় তাঁদের ভালবাসার এই ছবি।

Advertisement

রবিবার চেনা ছন্দে খেলতে পারেনি পিএসজি। সেই সুযোগ কাজে লাগায় লিয়ঁ। আরও বড় ব্যবধানে জিততে পারত তারা। প্রথমার্ধে আলেকজান্ডার ল্যাকাজেট পেনাল্টি নষ্ট না করলে এগিয়ে যেতে পারল লিয়ঁ। তাদের হয়ে এক মাত্র গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা বার্কোলা।

এখনও পর্যন্ত পিএসজির হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ২৯টি। তাঁর কাছে সমর্থকদের প্রত্যাশা আরও বেশি। বিশেষ করে গত বিশ্বকাপের পর থেকে মেসির ছন্দে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন সমর্থকদের একাংশ। তাই দলের হারের ক্ষোভ গিয়ে পড়ছে তাঁর উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement