বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করছিলেন লিয়োনেল মেসি। তার পরেও দম আটকে এসেছিল তাঁর। —ফাইল চিত্র
বিশ্বকাপ ফাইনালে নজর কেড়েছিলেন লিয়োনেল মেসি। জোড়া গোল করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন তিনি। কিন্তু খেলা চলাকালীন দম আটকে এসেছিল তাঁর। কেন? তার জবাব দিয়েছেন মেসি নিজেই।
প্যারিস সঁ জরমঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় এ কথা জানিয়েছেন মেসি। ক্লাবে সতীর্থ কিন্তু বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ স্ট্রাইকার কিলিয়ান এমবাপের খেলা দেখে অবাক হয়েছিলেন মেসি। তিনি বলেছেন, ‘‘একটা রুদ্ধশ্বাস ফাইনাল হয়েছিল। আমার তো দম আটকে এসেছিল। যে ভাবে বার বার ম্যাচের ছবি বদলে যাচ্ছিল সেটা অবাক করার মতো। এমবাপে দুর্দান্ত খেলেছিল। আমাদের হাত থেকে খেলা প্রায় ছিনিয়ে নিয়েছিল এমবাপে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি। ফাইনালে হ্যাটট্রিক করেও বিশ্বকাপ জিততে না পারা সত্যিই খুব দুঃখের।’’
গত বারের বিশ্বকাপ ফাইনালেও গোল করেছিলেন এমবাপে। সে বার অবশ্য বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। অর্থাৎ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে এমবাপের। সে কথাও উঠে এসেছে মেসির মুখে। তিনি বলেছেন, ‘‘এমবাপে অবশ্য আগে বিশ্বকাপ জিতেছে। ও জানে, বিশ্বকার জেতার অনুভূতি ঠিক কেমন। এ বারের ফাইনালে খুব ভাল খেলা হয়েছিল।’’
দেশের জার্সিতে প্রতিপক্ষ হলেও ক্লাবের জার্সিতে মেসি-এমবাপে সতীর্থ। একে অপরকে গোল করতে সাহায্য করেন। গোল করে একসঙ্গে উল্লাসও করেন। এমবাপের সঙ্গে খেলার অভিজ্ঞতাও জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘এমবাপের সঙ্গে খেলতে ভাল লাগে। আমাদের বোঝাপড়া ভাল। একে অপরকে সাহায্য করি। আশা করছি ভবিষ্যতেও সেটা করতে পারব।’’
তবে পিএসজি জার্সিতে মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তিনি এখনও ক্লাবের নতুন চুক্তিতে সই করেননি। ইতিমধ্যেই মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি তাঁকে নিতে আগ্রহ দেখিয়েছে। মেসি এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। এই পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ কী, সে দিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।