লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
মেজাজ হারালেন লিয়োনেল মেসি। প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে মাঠের বাইরে ধাক্কা দিয়ে বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। ঘটনাটি আমেরিকার লিগ কাপে ইন্টার মায়ামির সঙ্গে অরল্যান্ডো সিটির ম্যাচের।
মেসি যোগ দেওয়ার পর থেকে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি ৩-১ গোলে হারিয়েছে অরল্যান্ডো সিটিকে। দু’গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মেসি। তাঁর ফুটবল দক্ষতার সঙ্গে এঁটে উঠতে পারছিলেন না প্রতিপক্ষ দলের ফুটবলারেরা। অরল্যান্ডোর রক্ষণভাগের ফুটবলারেরা মেসিকে আটকাতে না পেরে বার বার তাঁকে ফাউল করছিলেন। মেসিকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন তাঁরা। মেসি বল ধরলেই তাঁকে বার বার ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন প্রতিপক্ষের এক ফুটবলার। একই ঘটনা বার বার ঘটায় মাঠেই মেজাজ হারান মেসি। রেফারিকে প্রশ্ন করেন কেন অরল্যান্ডোর ওই ফুটবলারকে কার্ড দেখানো হচ্ছে না। পরিস্থিতি সামলাতে ওই ফুটবলারকে হলুদ কার্ডও দেখান রেফারি। তাতেও মেসির ক্ষোভ কমেনি।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দু’দলের ফুটবলারেরা এক সঙ্গেই সাজঘরে ফিরছিলেন। মাঠ থেকে সাজঘরে যাওয়ার টানেলে দেখা যায় অরল্যান্ডোর ওই ফুটবলারকে কিছু বলছেন ক্ষুব্ধ মেসি। দু’জনের মধ্যে কিছুটা বাদানুবাদ হওয়ার পর দেখা যায় মেসি ওই ফুটবলারকে ধাক্কা দিচ্ছেন। ম্যাচের ৮৩ মিনিটে আরও এক বার মেজাজ হারাতে দেখা গিয়েছে মেসিকে। অরল্যান্ডোর ফুটবলার ফিলিপ মার্টিনের সঙ্গেও তর্কে জড়ান তিনি। অরল্যান্ডোর স্ট্রাইকার লিয়োনার্দো ক্যাম্পানা এসে পরিস্থিতি সামলান।
ঘটনাটি অবশ্য বেশি দূর গড়ায়নি। বাড়েনি বিতর্কও। কোনও ক্লাবের পক্ষ থেকেই প্রতিযোগিতার আয়োজকদের কাছে অভিযোগ দায়ের করা হয়নি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেও মেজাজ হারাতে দেখা গিয়েছিল মেসিকে।