Lionel Messi

চোট নিয়েই মায়ামির ম্যাচে হাজির মেসি, ৪৫ ট্রফি জয়ী লিয়োকে বিশেষ সম্মান দিল বেকহ্যামের ক্লাব

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন লিয়োনেল মেসি। সেই চোট নিয়েই হাজির হলেন ক্লাব ইন্টার মায়ামির ম্যাচে। তাঁকে সম্মান জানাল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ২১:১০
Share:

মেসির (বাঁ দিকে) হাতে বিশেষ ফ্রেম তুলে দিচ্ছেন ক্লাবের সহ-মালিক জর্জে মাস। ছবি: রয়টার্স।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন লিয়োনেল মেসি। ৬৫ মিনিটে উঠে যাওয়ার পর ডাগআউটে বসে তাঁর কান্না ভাইরাল হয়েছে। আর্জেন্টিনা অবশ্য ট্রফি জিতেছে। সেই মেসি চোট নিয়েই হাজির হলেন ক্লাব ইন্টার মায়ামির ম্যাচে। তাঁকে বিশেষ সম্মান জানাল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব।

Advertisement

ক্লাবের হয়ে মেসি পরের দু’টি ম্যাচে খেলতে পারবেন না। শনিবার রাতে শিকাগো ফায়ারের বিরুদ্ধেও খেলেননি। তাঁকে ছাড়া ২-১ জিতে মেজর লিগ সকালের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে গিয়েছে মায়ামি।

মেসির ডান পায়ে বিশেষ জুতো। ছবি: রয়টার্স।

সেই ম্যাচ দেখতেই হাজির হয়েছিলেন মেসি। তাঁর বাঁ পায়ে সাধারণ স্পোর্টস শ্যু থাকলেও ডান পায়ে বিশেষ জুতো পরা ছিল, যা থেকে বোঝা গিয়েছে গোড়ালি এখনও সারেনি। মেসিকে ম্যাচের আগে সম্মান জানানো হয়। আন্তর্জাতিক ফুটবলজীবনে ক্লাব এবং দেশের হয়ে ৪৫টি ট্রফি জিতেছেন মেসি। এই নজির কারও নেই। মেসি ভেঙেছেন দানি আলভেসের নজির। সেই ৪৫ ট্রফি জয় স্মরণীয় করে রাখতে মেসির হাতে ছবির ফ্রেম তুলে দেওয়া হয়। সেখানে মেসির প্রতিটি ট্রফি জয়ের ছবি দিয়ে ৪৫ সংখ্যাটি খোদাই করা হয়েছে। এ ছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় মেসির ৪৫ ট্রফি জয়ের মুহূর্ত দেখানো হয়।

Advertisement

মেসির হাতে ছবির ফ্রেমটি তুলে দেন ক্লাবের আর এক মালিক জর্জে মাস। মাঠের সেন্টার লাইন জুড়ে ৪৫ সংখ্যাটি লেখা ছিল। তার আশেপাশে হাজির করা হয়েছিল ৪৫ জন খুদে ফুটবলারকে। তারা মেসির ট্রফি জয়ের এক-একটি মুহূর্তের প্ল্যাকার্ড ধরে নাড়াতে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement