Lionel Messi

গোল করেই ‘আয়রন ম্যান’ চরিত্রের ধাঁচে উচ্ছ্বাস মেসির, এক মাস আগেই কারণ জানিয়েছিলেন লিয়ো

মেজর লিগ সকারে লিয়োনেল মেসির গোলে শার্লট এফসি-র বিরুদ্ধে ড্র করেছে ইন্টার মায়ামি। সেই গোলের পর অদ্ভুত কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মেসি। সেই উচ্ছ্বাসের কারণে এক মাস আগেই ব্যাখ্যা করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৯
Share:

মেসির সেই উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

মেজর লিগ সকারে আবার গোল করেছেন লিয়োনেল মেসি। তাঁর গোলে শার্লট এফসি-র বিরুদ্ধে ড্র করেছে ইন্টার মায়ামি। সেই গোলের পর অদ্ভুত কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মেসি। কমিক চরিত্র ‘আয়রন ম্যান’-এর মতো উচ্ছ্বাস করেন। সেই উচ্ছ্বাসের কারণে এক মাস আগেই ব্যাখ্যা করেছিলেন মেসি।

Advertisement

শার্লটের বিরুদ্ধে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে গোল করেন মেসি। সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস করার পর চলে যান গ্যালারির দিকে। সে দিকেই বসেছিলেন তাঁর সন্তানেরা। হাতের তালু দু’টি নীচের দিকে রেখে পা তুলে অন্য রকম কায়দায় উচ্ছ্বাস করেন। সমর্থকেরা সেই কায়দার সঙ্গে মার্ভেল কমিকসের ‘আয়রন ম্যান’ চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।

এটাই প্রথম নয়। ইন্টার মায়ামিতে আসার পর আগেও জনপ্রিয় কমিক চরিত্র ব্ল্যাক প্যান্থার, থর এবং স্পাইডারম্যানের ধাঁচে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। কেন বার বার বেছে নেন কমিক চরিত্রগুলিকেই?

Advertisement

এক মাস আগে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “আমার তিন সন্তান এখনও ছুটিতে রয়েছে। ওদের স্কুল এখনও শুরু হয়নি। তাই প্রতিদিন রাতে ওরা মার্ভেলের সিনেমা দেখে। রোজ নতুন নতুন প্রস্তাব দেয় আমাকে। বলে গোল করেই মার্ভেলের কোনও চরিত্রের মতো উচ্ছ্বাস করতে। এ ভাবেই বিষয়টা শুরু হয়েছে। তাই সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। যখনই নতুন সিনেমা দেখি তখনই নতুন ধরনের উচ্ছ্বাসের অনুশীলন করি। তবে এটা শুধুমাত্র ঘরের মাঠে খেলা থাকলেই। কারণ একমাত্র সেখানেই সন্তানেরা থাকতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement