মায়াঙ্ক যাদব। — ফাইল চিত্র।
আইপিএলে ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছিলেন তিনি। দু’-একটি ম্যাচ পরেই চোট পান। সেই মায়াঙ্ক যাদব চোট সারিয়ে প্রথম বার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। ছাত্রের প্রত্যাবর্তনের রহস্য ফাঁস করেছেন তাঁর কোচ দেবেন্দ্র শর্মা।
আইপিএলের চোট কাটিয়ে ফিরে আসার প্রসঙ্গে দেবেন্দ্র বলেছেন, “চোট পেয়েই মায়াঙ্ক সোজা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলে গিয়েছিল এবং নিজের ফিটনেস, ডায়েট এবং রিকভারির জরুরি পদ্ধতি নিয়ে কাজ শুরু করে দিয়েছিল। কাজ চলেছে ধীরগতিতে। কারণ ওর কুঁচকিতে অস্ত্রোপচারের দরকার ছিল। সেটা সারতে সময় লেগেছে। তার পরেই অনুশীলন শুরু করে দেয়। গতি একটু কমে গিয়েছিল তখন। তবে এখন পুরোপুরি ফিটনেস ফিরে পেয়েছে। একই রকম গতি এবং নিখুঁত বোলিংও রয়েছে।”
আইপিএলে চোট পাওয়ার দুঃখ যে মায়াঙ্কের মধ্যে এখনও রয়েছে সেটাও উল্লেখ করেছেন তাঁর কোচ। দেবেন্দ্র বলেছেন, “ওকে নিয়ে আমি গর্বিত। চোট না পেলে অনেক আগেই ভারতের হয়ে খেলার সুযোগ পেত ও। আইপিএলে খেলতে না পেরে হতাশ হয়ে পড়েছিল। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সহায়তায় এখন ও পুরো ফিট হয়ে উঠেছে। আগের মতো গতিতেই বল করছে। এখন জাতীয় দলের হয়ে সাফল্য পাওয়ার জন্য ক্ষুধার্ত।”
দেবেন্দ্র মনে করেন, মায়াঙ্কের শরীর এখনও বাকি পেস বোলারদের মতো শক্তিশালী হয়নি। তাই সব ফরম্যাটে খেলার মতো এখনও তৈরি নন। ধাপে ধাপে তাঁকে জাতীয় দলে জায়গা দিতে হবে। বোর্ডের কর্তারাও সেটাই মনে করেন।