গর্বিত: ২০২১ এবং ২০২৪। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটি ট্রফি নিয়ে মেসি। ছবি: ইনস্টাগ্রাম।
কোপা আমেরিকা ফাইনালে তাঁর ফুলে যাওয়া ডান পায়ের ছবি রীতিমতো উদ্বেগে ফেলে দিয়েছিল ভক্তদের। মঙ্গলবার তাঁদের আশ্বস্ত করলেন লিয়োনেল মেসি। জানালেন, দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন।
সমাজমাধ্যমে এক দীর্ঘ বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‘ভয়ের কারণ নেই। আমি এখন ভাল রয়েছি। সঙ্গে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ। আশা করছি, দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরব। ওখানে থাকতেই আমি সবচেয়ে বেশি ভালবাসি। সেখানে ফিরতে পারলেই স্বস্তি অনুভব করি আমি।’’ যোগ করেন, ‘‘আপনারা যে ভাবে আমার সুস্থতা প্রার্থনা করে বার্তা দিয়েছেন, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে
মনে করি।’’
মেসি আরও লিখেছেন, ‘‘কোপা আমেরিকা সদ্য শেষ হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি আবার। তার জন্য প্রথমেই সকলকে জানাই ধন্যবাদ। সমর্থকদের আশীর্বাদ এবং ভালবাসা ছিল আমাদের সঙ্গে। সেটা আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে সহজেই।’’
সমাজমাধ্যমে দুটি কোপা আমেরিকা ট্রফির ছবি দিয়ে মেসি বলেছেন, ‘‘আরও একটা ট্রফি।’’ আর্জেন্টিনা দলের ভূয়সী প্রশংসা করে মেসি লিখেছেন, ‘‘আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে, সকলে মিলে আরও একটি ট্রফি জয় করলাম ধারাবাহিকতা বজায় রেখে।’’ যোগ করেছেন, ‘‘আরও তৃপ্তি পেয়েছি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে জয় নিয়ে, হাতে ট্রফি তুলে অবসব নিল আঙ্খেল দি মারিয়া। ওর জন্যই এই ট্রফিটার খুব প্রয়োজন ছিল।’’
মেসি সমান ভাবে গর্বিত আর এক সতীর্থ নিকোলাস ওতামেন্দির জন্য। তিনিও দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন সোমবার ফাইনালে। মেসি লিখেছেন, ‘‘ওতা এই দলের অভিজ্ঞ সদস্য। ওর এটা প্রাপ্য ছিল। খুবই আবেগপ্রবণ ছিল পুরো মুহূর্তটা। সেই অর্থে অভিজ্ঞ হিসেবে আমিও এই প্রতিযোগিতার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি।’’
দলের তরুণ তারকাদের সম্পর্কে লিয়োর পর্যবেক্ষণ, ‘‘আমরা তিন অভিজ্ঞ সদস্য যেমন নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি, তেমনই এই দলে এক ঝাঁক এমন তরতাজা ফুটবলার চলে এসেছে, যারা মাঠে নেমে প্রতিটা বল ছিনিয়ে নেওয়ার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। এত দিনে আমরা একটা সুন্দর দল, ঐক্যবদ্ধ পরিবার হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছি। এই দলটা সত্যিই অসাধারণ। এই ভাবেই নতুন দল এগিয়ে যাবে লক্ষ্যের দিকে।’’
গর্বিত আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘‘জাতীয় দলকে সমর্থন করার জন্য আরও একবার দেশের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। আশা করি, এ ভাবেই ভবিষ্যতে জাতীয় দলের পাশে থাকবেন আপনারা। আর পিছনের দিকে তাকানোর দরকার নেই। চলো, এগিয়ে চলো আর্জেন্টিনা।’’
এ দিকে, কোপা আমেরিকার ফাইনালে হারের পরে মায়ামি পুলিশ গ্রেফতার করে কলম্বিয়া ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ও তাঁর পুত্রকে। একই সঙ্গে আটক করা হয় দর্শক হাঙ্গামায় জড়িত সন্দেহে আরও ২৫ জনকে। মায়ামি পুলিশের এক কর্তা জানান, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তাঁর ছেলে রামোন হামিল হেসুরুনকে স্টেডিয়ামেই আটক করা হয়ে। দুজনের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। সোমবার মাঝরাতেই পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে।