Lionel Messi

মেসির থেকে ৩৭০০ মাইল দূরে এমবাপে! প্যারিস স্বাগত জানাল লিয়োকে, পাশে নেই ফরাসি তারকা

অনুশীলনে নামার আগে মেসিকে ‘গার্ড অফ অনার’ দেয় গোটা দল। সেই ভিড়ে পিএসজি-র প্রায় সব ফুটবলার থাকলেও অনুপস্থিত ছিলেন দু’জন। কিলিয়ান এমবাপে এবং আশরফ হাকিমি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৬
Share:

মেসির ক্লাবে ফেরার দিনে কোথাও দেখা গেল না এমবাপেকে। ফাইল ছবি

বিশ্বকাপ জিতে ফিরেছিলেন দেশে। ছুটি কাটিয়ে আবার প্যারিসে ফিরেছেন লিয়োনেল মেসি। ক্লাবের হয়ে নতুন বছরে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অনুশীলনে নামার আগে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেয় গোটা দল। সেই ভিড়ে পিএসজি-র প্রায় সব ফুটবলার থাকলেও অনুপস্থিত ছিলেন দু’জন। কিলিয়ান এমবাপে এবং আশরফ হাকিমি। কোথায় গেলেন তাঁরা? কেন মেসিকে স্বাগত জানালেন না?

Advertisement

উত্তর পাওয়া যাবে এমবাপের ইনস্টাগ্রামে চোখ বোলালেই। ক্লাবের ভরা মরসুমের মাঝে সামান্য ছুটি নিয়ে দু’জনেই ঘুরতে গিয়েছেন আমেরিকায়। সেখানে টাইম্‌স স্কোয়্যার-সহ নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। মাথা ঢাকা রয়েছে জ্যাকেটের হুডিতে। মুখে মাস্ক। ফলে গোটা শরীরে দেখা যাচ্ছে দুটো চোখ। নিউ ইয়র্কের রাস্তায় কেউ তাঁদের চিনতেই পারছেন না। আমেরিকার সংবাদমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে।

এমবাপে এবং হাকিমি দু’জনের কেউই বিশ্বকাপের পর ছুটি নেননি। দেশের হয়ে দায়িত্ব শেষ হওয়ার পরেই চলে এসেছেন ক্লাবে। হাকিমির দেশ মরক্কো খেলেছে বিশ্বকাপে তৃতীয় স্থানের ম্যাচ। এমবাপে খেলেছেন ফাইনাল। ক্লাবের তরফে তাঁদের ছুটির অনুমোদন দেওয়া হলেও কেউই নেননি। তবে পিএসজি-র হয়ে বছরের শেষ এবং নতুন বছরের প্রথম ম্যাচ খেলার পরেই ছুটিতে চলে গিয়েছেন দু’জনে। সেই ছুটি দিয়েছেন কোচ ক্রিস্টোফ গালচিয়ে। তাই দু’জনেই ঘুরে বেড়াচ্ছেন আমেরিকায়।

Advertisement

এমবাপে এবং হাকিমিকে দেখা যাচ্ছে রাস্তায় বিনোদনমূলক পারফরম্যান্স দেখে হাততালি দিতে। সোমবার রাতে দু’জনেই ব্রুকলিন নেটস বনাম সান আন্তোনিয়ো স্পার্সের বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। চিৎকার করে এমবাপের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বহু মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement