Kolkata School Football League

School Football League: কোভিডে বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে স্কুল ফুটবল লিগ

২০১৮ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। ২০১৯-এও সফল ভাবে আয়োজন করা হয়। মাঝে দু’বছর বন্ধ থাকার পর এ বার চালু হচ্ছে প্রতিযোগিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৮:০২
Share:

স্কুল ফুটবলের জার্সি উদ্বোধনে সুব্রত পাল নিজস্ব চিত্র

কোভিডের কারণে দু’বছর বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে কলকাতা স্কুল ফুটবল লিগ। আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। চলবে ১২ অগস্ট পর্যন্ত। অংশ নেবে মোট ৩২টি স্কুল। নিউটাউনের এনকেডিএ স্টেডিয়ামে ম্যাচগুলি হবে।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্কুল ফুটবল লিগ শুরু করার কথা জানানো হয়। উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, জাতীয় দলের ফুটবলার সুব্রত পাল প্রমুখ। এ ছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, তরুণ দে, অলোক মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।

এই প্রতিযোগিতায় লা মার্টিনিয়ার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পাঠভবন, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো ৩২টি স্কুল অংশ নেবে। ২০১৮ সালে প্রথম বার এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথম বছরই সফল হয় প্রতিযোগিতা। পরের বছরও আয়োজন করা হয়। কিন্তু ২০২০ এবং ২০২১— এই দু’বছর করোনার কারণে বন্ধ রাখতে হয়েছিল প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement