আইএসএলের ব্যর্থতা ভুলে শুক্রবার থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করেছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ফিজিক্যাল কন্ডিশনিংয়ের উপর জোর দিয়েছেন তিনি। হুগো বুমোস, জনি কাউকোদের শারীরিক ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছেন।
সবুজ-মেরুন জার্সি গায়ে খেলতে মুখিয়ে কিয়ান। ফাইল চিত্র
আইএসএলের ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে এটিকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন ভাল খেলেছেন কিয়ান নাসিরি। এ বার এএফসি কাপে অভিষেক হতে চলেছে তাঁর। সেখানেও গোল করতে চান জামশিদ নাসিরির পুত্র।
এই প্রসঙ্গে কিয়ান বলেন, ‘‘আইএসএলে গোল করলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও গোল নেই আমার। তাই যুবভারতীতে গোল করতে পারলে খুব ভাল লাগবে। গোল করার লক্ষ্যেই নামব।’’
সবুজ-মেরুন জার্সি গায়ে খেলতে মুখিয়ে কিয়ান। তবে তাঁকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। কিয়ান বলেন, ‘‘দেশের সেরা দলের হয়ে খেলা আমার কাছে গর্বের বিষয়। নিজের খেলার আরও উন্নতি করতে হবে। যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। ডার্বির হ্যাটট্রিক নিয়ে এখন ভাবতে চাই না। আগামী দিনেও ভাল খেলে দলকে জেতাতে হবে।’’
আইএসএলের ব্যর্থতা ভুলে শুক্রবার থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করেছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ফিজিক্যাল কন্ডিশনিংয়ের উপর জোর দিয়েছেন তিনি। হুগো বুমোস, জনি কাউকোদের শারীরিক ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছেন। ১২ এপ্রিল মোহনবাগানের প্রথম ম্যাচ। কিন্তু এখনও প্রতিপক্ষ ঠিক না হওয়ায় খেলা নিয়ে পরিকল্পনা করতে পারছেন না স্প্যানিশ কোচ।
এএফসি-র নিয়ম অনুযায়ী চার জন বিদেশি খেলাতে পারবে দলগুলি। তাই ভারতীয় ফুটবলাররা বেশি সুযোগ পাবেন। সেই কারণেই কিয়ানের মতো ফুটবলারদের দিকে বেশি নজর দিচ্ছেন ফেরান্দো। তিনি বলেন, ‘‘দলে যুব ফুটবলারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। কিয়ানের মতো প্রতিভাদের খুব জরুরি।’’