FIFA World Cup Qatar 2022

জার্মানি নিয়ে আশা দেখছেন না ক্লিন্সম্যান

অলৌকিক কিছু না ঘটলে জার্মানির পক্ষে পরের রাউন্ডে ওঠা কঠিন। বলছেন জার্মানিরই এক প্রাক্তন ফুটবলার। তিনি, য়ুর্গেন ক্লিন্সম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ০৮:৩২
Share:

জার্মানির খেলায় হতাশ ক্লিন্সম্যান। ছবি রয়টার্স।

জাপানের কাছে হারের পরে অলৌকিক কিছু না ঘটলে জার্মানির পক্ষে পরের রাউন্ডে ওঠা কঠিন। বলছেন জার্মানিরই এক প্রাক্তন ফুটবলার। তিনি, য়ুর্গেন ক্লিন্সম্যান।

Advertisement

বিবিসি স্পোর্টসকে ক্লিন্সম্যান বলেছেন, ‘‘জাপানের কাছে ওই ভাবে হারাটা বিশাল হতাশাজনক। চার বছর আগে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। এ বার আমরা ভাল কিছু আশা করেছিলাম। কিন্তু জার্মানি যা খেলল, তা প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি।’’

প্রাক্তন জার্মান তারকা আরও বলেন, ‘‘প্রথমে এগিয়ে যাওয়ার পরে ভেবেছিলাম, জার্মান দলের কাছ থেকে আরও তীব্রতা দেখতে পাব। আরও খিদে চোখে পড়বে ফুটবলারদের মধ্যে।’’

Advertisement

এর পরেই ইংল্যান্ডের উদাহরণ দিয়ে ক্লিন্সম্যান বলেছেন, ‘‘ইরানের বিরুদ্ধে এই তীব্রতা ধরে রেখেছিল ইংল্যান্ড। একটা গোল করার পরে দ্বিতীয় গোলের জন্য ঝাঁপিয়েছিল। তার পরে দ্বিতীয়, তৃতীয়। কিন্তু জার্মানির ক্ষেত্রে সে রকম হয়নি। ওরা প্রথম গোল করার পরে আত্মতুষ্ট হয়ে পড়েছিল। আর জাপান ওদের শাস্তি দিয়ে গেল।’’ এর পরেই ক্লিন্সম্যানের সতর্কবার্তা, ‘‘জার্মানি যদি অলৌকিক কিছু করে স্পেনকে হারাতে না পারে, তা হলে ওদের বিদায় ঘটে যাবে।’’ জার্মানির খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথাউজও। তিনি বলেছেন, ‘‘এই দলটা এখন ভীষণ চাপের মুখে পড়ে গেল। একটা পয়েন্ট পেলে ওদের চলবে না। ম্যাচ জিততেই হবে।’’ জাপানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘‘প্রথমার্ধে জার্মানি ভালই খেলেছিল। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বিরতির পরে জাপান চমকে দেয়। ওদের আক্রমণের জবাব ছিল না জার্মানির কাছে।’’

শুক্রবার ওয়েলসকে হারিয়ে চমকে দিয়েছে ইরানও। কিন্তু ক্লিন্সম্যান মনে করেন, রেফারিকে কিছুটা প্রভাবিত করেছে ইরান। ক্লিন্সম্যানের কথায়, ‘‘ওরা ওই ভাবেই খেলে। ওরা রেফারির উপরে চাপ তৈরি করে গিয়েছিল। বাদ পড়েনি লাইন্সম্যান, চতুর্থ রেফারিও। এমন অনেক ঘটনা ঘটেছে, যা আমরা দেখতে পাইনি।’’ এর পরেই একটা বিতর্কিত মন্তব্য করেছেন ক্লিন্সম্যান। বলেছেন, ‘‘অন্য রেফারি থাকলে কিন্তু অন্য রকম কিছু হতে পারত। রেফারিকে ওদের পাঁচ জন ফুটবলার ঘিরে ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement