কলকাতা ডার্বির একটি মুহূর্ত। — ফাইল চিত্র।
প্রকাশিত হল আইএসএল ২০২৩-২৪-এর প্রথম ভাগের সূচি। ডিসেম্বর পর্যন্ত চার মাসের সূচি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে কলকাতা ডার্বি দেওয়া হয়েছে ২৮ অক্টোবর। একই দিনে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের বিশ্বকাপের খেলা রয়েছে। যুবভারতীতে কলকাতা ডার্বি শুরু হবে রাত ৮টা থেকে।
নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে শুরু হবে সেই ম্যাচ। ইস্টবেঙ্গলও ঘরের মাঠে অভিযান শুরু করছে। ২৫ সেপ্টেম্বর তারা খেলবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।
পূর্বঘোষণা মতোই ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের ঘরোয়া ফুটবল লিগ। প্রথম ম্যাচেই দক্ষিণী ডার্বি। কোচিতে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্যে ৯-২০ অক্টোবর এবং ৮-২৪ নভেম্বর কোনও ম্যাচ রাখা হয়নি। এ বারের আইএসএলে রাতের ম্যাচ শুরু হবে ৮টা থেকে। যে দিন দু’টি করে ম্যাচ রয়েছে, সেই দিনগুলিতে প্রথম ম্যাচ বিকেল ৫.৩০টা থেকে। তবে আগের মতো শুধু সপ্তাহান্তে খেলা রাখা হয়নি। অনেক ম্য়াচ রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যেও।
আইএসএলের প্রথম ভাগে ইস্টবেঙ্গলের সূচি
২৫ সেপ্টেম্বর বনাম জামশেদপুর (যুবভারতী, রাত ৮টা)
৩০ সেপ্টেম্বর বনাম হায়দরাবাদ (যুবভারতী, রাত ৮টা)
৪ অক্টোবর বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)
২১ অক্টোবর বনাম এফসি গোয়া (যুবভারতী, বিকেল ৫.৩০টা)
২৮ অক্টোবর বনাম মোহনবাগান (যুবভারতী, রাত ৮টা)
৪ নভেম্বর বনাম কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)
২৫ নভেম্বর বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই, বিকেল ৫.৩০টা)
৪ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী, রাত ৮টা)
৯ ডিসেম্বর বনাম পঞ্জাব (যুবভারতী, রাত ৮টা)
১৬ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)
২২ ডিসেম্বর বনাম ওড়িশা (যুবভারতী, রাত ৮টা)
আইএসএলের প্রথম ভাগে মোহনবাগান সুপার জায়ান্টের সূচি
২৩ সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা)
২৭ সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা)
৭ অক্টোবর বনাম চেন্নাইয়িন (চেন্নাই, রাত ৮টা)
২৮ অক্টোবর বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা)
১ নভেম্বর বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা)
২ ডিসেম্বর বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা)
৬ ডিসেম্বর বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা)
১৫ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা)
২০ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)
২৩ ডিসেম্বর বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা)
২৭ ডিসেম্বর কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)