SC East Bengal

ISL 2022: সুনীল ছেত্রীর গোলে হার ইস্টবেঙ্গলের, আইএসএল-র শেষ ম্যাচও হারল লাল-হলুদ

২৪ মিনিটের মাথায় গোল করেন সুনীল। বাকি ম্যাচে সেই গোল শোধ করার চেষ্টা করে গেল লাল-হলুদ। ১৭টা শট নিল গোলের উদ্দেশে, কিন্তু গোল এল না। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ২১:৪৯
Share:

সুনীল ছেত্রী। —ফাইল চিত্র

শেষ ম্যাচেও হার এসসি ইস্টবেঙ্গলের। বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রীর গোলে হেরে গেল লাল-হলুদ। শনিবারের ম্যাচে হেরে লিগে শেষেই রইল তারা।

২৪ মিনিটের মাথায় গোল করেন সুনীল। বাকি ম্যাচে সেই গোল শোধ করার চেষ্টা করে গেল লাল-হলুদ। ১৭টা শট নিল গোলের উদ্দেশে, কিন্তু গোল এল না। এ বারের আইএসএল-এ একটি মাত্র ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। বাকি ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হার এবং ৮টিতে হার।

Advertisement

পরের আইএসএল-এর আগে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের সম্পর্ক কোন জায়গায় যাবে সেই দিকেও নজর থাকবে সমর্থকদের।

এ বারের আইএসএল-এর মাঝ পথেই ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার সম্পর্ক খারাপ হয়। দুই পক্ষের তরফেই দোষারোপ করা হয়। এখন দেখার লিগ শেষ হওয়ার পর এসসি ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী হয়?

Advertisement

সমর্থকদের কাছে স্বস্তি আইএসএল-এ অবনমন নেই। এর ফলে লিগের শেষে থাকলেও অবনমন হল না তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement