Surajit Sengupta

Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তকে শ্রদ্ধায় স্মরণ জেফার, উপস্থিত ছিলেন শ্যাম, সুব্রত, অরূপরা

প্রয়াত ফুটবল তারকার জীবনের নানা দিক তুলে ধরেন বিশিষ্ট জনরা। শ্যাম থাপা স্মরণে শুধু মাত্র দু’টি শব্দ ব্যবহার করলেন। ধ্রুপদী এবং জাদুকর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ২০:০৬
Share:

সুরজিৎ সেনগুপ্ত। —ফাইল ছবি

প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর স্মরণ সভার আয়োজন করল যাদবপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন (জেফা)। শনিবার বিকেলে বিজয়গড় ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, তরুণ দে, মিহির বসু, রঞ্জিত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

Advertisement

প্রয়াত ফুটবলারের জীবনের নানা দিক তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা। প্রিয় প্রাক্তন সতীর্থের স্মরণে শ্যাম থাপা শুধু মাত্র দু’টি শব্দ ব্যবহার করলেন। ধ্রুপদী এবং জাদুকর। স্মরণ সভায় ‘তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা’- গানটি গেয়ে প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তরুণ দে।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুব্রত ভট্টাচার্যও সুরজিতের জীবনের নানা দিকে আলোকপাত করেন। তাঁরা দু’জনেই বলেন সুরজিৎকে তখনই প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে, যখন বিজয়গড় ফুটবল মাঠ থেকে আরও একজন সুরজিৎ সেনগুপ্ত উঠে আসবে। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকার পর গত ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন সুরজিৎ।

Advertisement

প্রয়াত সুরজিৎ সেনগুপ্তকে শ্রদ্ধার্ঘ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। শনিবার জেফা-র স্মরণ সভায়। - নিজস্ব চিত্র।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই ভূয়ষী প্রশংসা করলেন জেফা এবং সংগঠনের কর্তা অশোক চন্দর। নতুন ফুটবল প্রতিভা তুলে আনতে তাঁর নেতৃত্বে জেফা যেভাবে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে সে কথা বলেন সকলেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement