এটিকে মোহনবাগানের হয়ে প্রথম মরসুমেই নজর কেড়েছেন দিমিত্রি পেত্রাতস। জোড়া পুরস্কার জিততে পারেন তিনি। —ফাইল চিত্র
শনিবার গোয়ায় আইএসএলের ফাইনাল খেলতে নামবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। মোহনবাগানের সঙ্গে সংযুক্তির পরে প্রথম বার ট্রফি জেতার সুযোগ রয়েছে সবুজ-মেরুনের। অন্য দিকে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেন সুনীল ছেত্রীরা। দলগত পুরস্কারের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। দলের স্ট্রাইকার পেত্রাতসের কাছে সুযোগ রয়েছে সোনার বল ও সোনার বুট জেতার।
এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ১০টি গোল করেছেন পেত্রাতস। সর্বাধিক গোল ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা ও ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিয়োর। তাঁরা ১২টি করে গোল করেছেন। তবে তাঁরা দু’জনেই প্রতিযোগিতার ফাইনাল খেলছেন না। তাই যদি ফাইনালে পেত্রাতস হ্যাটট্রিক করতে পারেন তা হলে সোনার বুট তাঁরই দখলে যাবে। ১০টি গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্টও রয়েছে পেত্রাতসের। তাই সোনার বলের দৌড়েও সবার আগে রয়েছেন তিনি। আইএসএস শেষে তিনি জোড়া পুরস্কার আনতে পারেন সবুজ-মেরুন তাঁবুতে।
এ ছাড়া আরও কয়েকটি পুরস্কার দেওয়া হবে প্রতিযোগিতা শেষে। সেগুলি হল—