ISL 2022-23

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ জিতল এটিকে মোহনবাগান

ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ নেহাতই সম্মানরক্ষার। তবে মোহনবাগান এই ম্যাচ জিততে পারলে তৃতীয় স্থান নিশ্চিত করে ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগ পাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৬
Share:

জিতল এটিকে মোহনবাগান। ছবি: টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৫ key status

জিতল এটিকে মোহনবাগান

ম্যাচের শেষ দিকে গোল করলেন দিমিত্রি। ২-০ জিতল মোহনবাগান।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১২ key status

৮২ মিনিট

সমতা ফেরানোর জন্য খুব কম সময় ইস্টবেঙ্গলের কাছে।

Advertisement
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৮ key status

৬৮ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ল

এগিয়ে গেল এটিকে মোহনবাগান। আবার সেই ইস্টবেঙ্গল রক্ষণের ভুল। বাঁকানো কর্নার করেছিলেন পেত্রাতোস। মনবীর সিংহ ব্যাক হিল গোলের দিকে পাঠান। স্লাভকোর হেড প্রথমে বারে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনিই।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫ key status

৬৬ মিনিট

দ্বিতীয়ার্ধে দুই দলই একে অপরের উপর চাপ বাড়াচ্ছে। এখনও কোনও দল গোলের মুখ খুঁজে পায়নি।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪২ key status

৫২ মিনিট

অল্পের জন্য ম্যাচে এগোতে পারল না মোহনবাগান। আশিক বাঁ দিক থেকে পাস হাড়িয়েছিলেন পেত্রাতোসকে। তাঁর শট বার ছুঁয়ে বেরিয়ে গেল।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৮ key status

বিরতি

জোর লড়াই সত্ত্বেও প্রথমার্ধে কোনও গোল হল না।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৫ key status

৪৩ মিনিট

কর্নার বাঁচাতে যাওয়ার সময় ইস্টবেঙ্গলের ফুটবলারের হাতে বল লাগে। কিন্তু মোহনবাগানের আবেদনে কর্ণপাত করলেন না রেফারি।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৯ key status

৪০ মিনিট

দুই দলই মাঝ মাঠের লড়াই নিয়ন্ত্রণ করতে চাইছে। গোলমুখী আক্রমণও হচ্ছে সমানতালে।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০০ key status

৩০ মিনিট

ডান দিক থেকে দারুণ ভাবে বল নিয়ে উঠেছিলেন সুহের। তাঁর পাস থেকে মহেশের শট বারের উপর দিয়ে বেরিয়ে গেল।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৬ key status

২৫ মিনিট

খেলায় পাল্টা দখল নেওয়ার চেষ্টা ইস্টবেঙ্গলের। মাঝে মাঝেই প্রতি আক্রমণে উঠছে তারা। তবে কিছু ভুলের কারণে এখনও গোলের মুখ খুলতে পারেনি তারা।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৮ key status

১৭ মিনিট

গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। মোবাশিরের পাস পেয়েছিলেন সুহের। কিন্তু গোল করার আগের মুহূর্তে তিনি পা পিছলে পড়ে গেলেন। মোহনবাগানের ডিফেন্ডার ক্লিয়ার করে দিলেন বল।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৩ key status

১২ মিনিট

বক্সের বাইরে আশিককে ফাউল করেছিলেন লালচুংনুঙ্গা। পেত্রাতোসের জোরালো ফ্রিকিক অল্পের জন্য বারের উপর দিয়ে উড়ে গেল।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪১ key status

১০ মিনিট

মাঝে একটি ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু মোবাশিরের ফ্রিকিকের নাগাল পেলেন না ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারই।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৬ key status

৫ মিনিট। প্রাধান্য মোহনবাগানের

প্রথম পাঁচ মিনিটে ভাল খেলছে মোহনবাগান। পাসিং, নিয়ন্ত্রণ, সবই তাদের দখলে।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৬ key status

এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল, স্লাভকো, পেত্রাতোস, বুমোস, মনবীর, শুভাশিস, আশিক, প্রীতম, গায়েগো, মার্টিন্স এবং আশিস।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫ key status

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

কমলজিৎ, লালচুংনুঙ্গা, ক্লেটন, সুহের, লিমা, মোবাশির, সার্থক, জেরি, নাওরেম, কিরিয়াকু এবং জার্ভিস।

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৩ key status

ডার্বিতে হাতে গোনা দর্শক

মোহনবাগান সমর্থকের সংখ্যা একটু বেশি। কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারি প্রায় খালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement