SC East Bengal

ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলে ফের নতুন ফুটবলার, মুম্বই থেকে যোগ দিলেন নওচা

ট্রান্সফার উইন্ডোর শেষ দিন নতুন ফুটবলার নিল এসসি ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি থেকে লাল-হলুদে যোগ দিলেন নওচা সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৪:৩৫
Share:

নতুন ফুটবলার এসসি ইস্টবেঙ্গলে নিজস্ব চিত্র

ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে নতুন ফুটবলার নিল এসসি ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি থেকে লাল-হলুদে যোগ দিলেন নওচা সিংহ। মরসুমের শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন।

Advertisement

গত বছর গোকুলম কেরলকে আই লিগ জেতানোর পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল নওচার। দলের হয়ে প্রতিটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন তিনি। পাশাপাশি, ২০১৯-এর ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মণিপুরের এই ডিফেন্ডার।

নওচার ফুটবল-জীবন শুরু হয়েছিল নেরোকা এফসি-র যুব দল থেকে। সেখান থেকে ট্রাউ এফসি-তে যোগ দেন। এরপর ২০১৮-১৯ আই লিগের আগে নেরোকায় ফেরেন। এরপর যোগ দেন গোকুলমে।

Advertisement
আরও পড়ুন:

এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে নওচা বলেছেন, “এসসি ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিয়ে আমি গর্বিত। যত বেশি সম্ভব ম্যাচ খেলাই আমার লক্ষ্য।” কোচ মারিয়ো রিভেরা বলেছেন, “নওচা শক্তিশালী ডিফেন্ডার এবং দক্ষতাও অসাধারণ। ছোট থেকেই সাফল্য পেয়েছে। বড় ক্লাবে খেলার চাপ কতটা সেটা ও ভালই জানে।”

উল্লেখ্য, আগামী বুধবার তিলক ময়দানে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলবে এসসি ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement