আজ কি জিতবে এসসি ইস্টবেঙ্গল ছবি টুইটার
খেলা শেষ। হায়দরাবাদের কাছে চার গোল খেল এসসি ইস্টবেঙ্গল।
৭৪ মিনিট। গোওওওওওল। ওগবেচের হ্যাটট্রিক।
৪৫ মিনিট। গোওওওওওল। তাসের ঘরে মতো ভেঙে পড়ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। ওগবেচের পরেই গোল করলেন অনিকেত যাদব।
৪৪ মিনিট। গোওওওওওওল। ইস্টবেঙ্গলের জঘন্য রক্ষণের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ালেন ওগবেচে।
২১ মিনিট। গোওওওওওওওল। কর্নার থেকে গোল করলেন ওগবেচে। পিছিয়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল
এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: অরিন্দম, অঙ্কিত, আদিল, পর্চে, রফিক, সিডোয়েল, সৌরভ, অমরজিৎ, হাওকিপ, মহেশ এবং পেরোসেভিচ।
আগের ম্যাচে এফসি গোয়াকে হারিয়ে এ মরসুমের আইএসএল-এর প্রথম জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা লাল-হলুদ সোমবার গোয়ার তিলক ময়দানে মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ এফসি-র।
গত ম্যাচে জোড়া গোল করেছিলেন নাওরেম মহেশ। কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই লাল-হলুদকে জয় উপহার দিয়েছিলেন মারিয়ো রিভেরা। হায়দরাবাদ ম্যাচের আগে তিনি বললেন, “দল যদি জেতে তা হলে অনুশীলনের সময় পরিবেশ এমনিই ভাল থাকে। তবে গত ম্যাচে জিতলেও পরের ম্যাচ সহজ হবে, এমন বলা যায় না। কিন্তু ফুটবলারদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়েছে, এটা বলতেই পারি।”