লড়ছে এসসি ইস্টবেঙ্গল। ছবি টুইটার
দ্বিতীয়ার্ধেও গোল করতে পারল না এসসি ইস্টবেঙ্গল। গোল খেতেও হয়নি। অমীমাংসিত অবস্থায় শেষ হল ম্যাচ।
শেষ মুহূর্তে গোলের সুবর্ণ সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারল না চেন্নাই।
চেন্নাইয়ের আক্রমণ অব্যাহত। রহিম আলি সহজ সুযোগ নষ্ট করেন।
এসসি ইস্টবেঙ্গলের পরিবর্তন। সিডোয়েলের বদলে নামলেন পেরোসেভিচ। তার আগে জয়নার এবং ড্যানিয়েলের বদলে নেমেছেন রাজু গায়কোয়াড় এবং আদিল খান।
প্রথমার্ধে দাপট বেশি ছিল চেন্নাইয়েরই। বারদুয়েক গোলের সুযোগও পেয়েছিল তারা। নষ্ট করেছে। ইস্টবেঙ্গলও আত্মঘাতী গোল হজম করতে পারত। তুলনায় লাল-হলুদের একটি বাদে সে ভাবে আক্রমণ চোখে পড়েনি।
দূর থেকে জোরালো শট নিয়েছিলেন চেন্নাইয়ের বরিসুক। অল্পের জন্য তা বাইরে গেল।
একের পর এক আক্রমণ করছে চেন্নাই। ইস্টবেঙ্গল ডিফেন্স প্রাণপনে তা রুখে দেওয়ার চেষ্টা করছে। ভাল খেলছেন শুভমও।
এখনও সে ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। মাঝেমাঝেই আক্রমণ করছে তারা।
চেন্নাইয়ের আক্রমণ চলছেই। গোলের সুযোগ ছিল ছাংতের সামনে। কিন্তু তিনি নষ্ট করলেন। লাল-হলুদের ডিফেন্স আগের থেকে ভাল দেখাচ্ছে।
মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদ লড়ছে।
দেরভিসেভিচের ফ্রিকিক থেকে গোল করতে গিয়েছিলেন মার্সেলা। কিন্তু তিনি অফসাইডের ফাঁদে পড়লেন।
শুভম, জয়নার, ড্যানিয়েল, মার্সেলা, হীরা, রফিক, দেরভিসেভিচ, সিডোয়েল, অমরজিৎ, মহেশ এবং চিমা।